কলকাতা: পূবালি হাওয়ার দাপটে কোণঠাসা উত্তুরে বাতাস। ফলে রাজ্যে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। সপ্তাহান্তে (Weekend) কলকাতা (Kolkata)-সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি ও মেঘলা আকাশের জেরে বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature)। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Office)।
কালীপুজো (Kalipuja 2021), ভাঁইফোঁটা (Bhai Phota) শেষে শারদোৎসবের আমেজ কাটিয়ে উঠছে বাংলা (West Bengal)। হেমন্তে (Late Autumn) হিমেল হাওয়া টের পাওয়া যাচ্ছে। সকালবেলা ঘাসের উপর শিশির-বিন্দু, ছাতিমের গন্ধে হেমন্তের আবেশ আর রাতে শিরশিরে হাওয়া। কবে আসবে শীত (Winter)? উত্সবের (Festival) মরসুম শেষের মুখে, এখন এটাই প্রশ্ন নভেম্বরের (November) শুরুতে হিমেল পরশ গায়ে মাখা রাজ্যবাসীর। উত্তুরে হাওয়ায় দাপটে টানা ক’দিন পারদ পতন হতেই যখন শীত নিয়ে যখন কৌতূহলী শহরবাসী, তখনই পূবালি হাওয়ার দাপটে কোণঠাসা সেই উত্তুরে বাতাস। যার ফলে রাজ্যে ফের ঊর্ধ্বমুখী পারদ। কলকাতায় বুধবার (Wednessday) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। মঙ্গলবার (Tuesday) কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Office) গতকাল জানিয়েছে, বঙ্গোপসাগরে (Bay of Bengal) ঘনীভূত হয়েছে একটি নিম্নচাপ (Depression)। তার পরোক্ষ প্রভাবে পূবালি হাওয়ায় ভর করে রাজ্যে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকতে পারে। তার জেরে সপ্তাহান্তে উপকূলবর্তী (Coastal) জেলাগুলিতে (District) হালকা বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব পড়বে না কলকাতায়। তবে আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়বে। উত্তরবঙ্গে (North Bengal) বজায় থাকবে শীতের আমেজ। পূর্বাভাসে বলা হয়, সপ্তাহ শেষে সেখানেও পরিবর্তন হতে পারে আবহাওয়ার।
আরও পড়ুন: Cyber Crime: ভুয়ো ওয়েবসাইট খুলে ৫২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত