নয়াদিল্লি : দেশে করোনায় (Coronavirus) দৈনিক মৃত্যুর সংখ্যা নামল হাজারের নিচে। শনিবারও তা হাজারের উপরেই ছিল । কমল দৈনিক সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮৬৫ জনের।  গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৫৯।  



  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৪৭৪ জন।

  • গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ২৭ হাজার ৯৫২।

  • দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২১ লক্ষ ৮৮ হাজার ১৩৮ জন।

  • এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১ হাজার ৯৭৯ জনের। 

  • দৈনিক পজিটিভিটি রেট কমে হল ৭ দশমিক ৪২ শতাংশ।  

    শনিবারের তুলনায় সবদিক থেকেই আশাব্যাঞ্জক আজকের করোনাগ্রাফ। কিছুটা হলেও স্বস্তি। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছিল  ১ হাজার ৫৯ জনের। আজ তা  ৮৬৫ । শনিবার হিসেব অনুযায়ী আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১ লক্ষ ২৭ হাজার ৯৫২ জন। 

    অন্যদিকে, রাজ্য স্বাস্থ্য দফতরের (WB Health Department) বুলেটিন অনুযায়ী শনিবার রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত (Covid Positive Case) হয়েছেন ১ হাজার ৪৫ জন। সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ৫ হাজার ৩৭ জন।  শুক্রবার রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৯১৬ জন। শনিবার রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৯ হাজার ২৭৬ জন। রাজ্যে টানা ২২দিন তিরিশের উপরেই করোনায় মৃত্যু হয়েছে। দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও, রাজ্যে একদিনে ৩১জনের মৃত্যু হয়েছে ।