নয়াদিল্লি: রাজনীতি এবং সঙ্গীত, দু’জনের কর্মজগৎ ছিল একেবারেই আলাদা। কিন্তু গুজরাতি সংযোগই বেঁধে রেখেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar)। বছর বছর রাখি বাঁধা হোক বা মোদির মায়ের আশীর্বাদও নিতে বার বার ছুটে গিয়েছেন লতা। এমনকি প্রধানমন্ত্রী হওয়ার আগে, তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী মোদিকে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে দেখতে চেয়েছিলেন লতা।
রবিবার সুর সম্রাজ্ঞীর প্রয়াণে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। লতার আশীর্বাদধন্য মোদিও ভারাক্রান্ত মনে শোকপ্রকাশ করেছেন টুইটারে। সেখানে লতার চলে যাওয়ায় শূন্যতা নেমে এল বলে মন্তব্য করেছেন মোদি। তাতেই ২০১৯ সালে ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদি এবং লতার আন্তরিক কথোপকথন নিয়ে স্মৃতিচারণ শুরু হয়েছে।
২৮ সেপ্টেম্বর লতার জন্মদিন। ২০১৯ সালে ওই সময় আমেরিকা সফরে ছিলেন মোদি। তার আগে ‘মন কি বাত’ অনুষ্ঠানে লতাকে ফোন করেন মোদি। জন্মদিনের শুভেচ্ছা জানান লতাকে। সেখানেই মোদি জানান যে, লতার মা গুজরাতি। তাই গুজরাতি মোদির উপর শিল্পীর স্নেহ একটু বেশি। তাঁকে রাখিও বাঁধেন লতা।তাই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজেও লতার আশীর্বাদ চান মোদি।
আরও পড়ুন: Lata Mangeshkar Demise: 'ওঁর সমস্ত গানই সেরা', লতার প্রয়াণে শোকবার্তা হেমা মালিনীর|Bangla News
মোদির ফোন পেয়ে আপ্লুত লতা জানান মোদি এবং তাঁর মা হীরবেনের সঙ্গে নিবিড় যোগ তাঁর। লতা বলেন, ‘‘আপনি যে কী, তা আপনি নিজেও জানেন না। আপনি আসার পর ভারতের ছবি পাল্টে গিয়েছে। তাতে খুব গর্ব হয় আমার। আপনি কত ব্যস্ত, তা জানি আমি। মাথায় কত চিন্তা। আপনি মাকে প্রণাম করে আসার পর, আমিও একজনকে পাঠিয়েছিলাম আশীর্বাদ চাইতে। ফোনে আমাকে আশীর্বাদ করেন উনি। খুব খুশি হয়েছিলাম।’
শুধু তাই নয়, লতার মায়ের গুজরাতি হওয়াই যে তাঁদের ভাই-বোনের সম্পর্কে বেঁধে দিয়েছে, সে কথাও জানান মোদি। তিনি বলেন, ‘‘আপনি যখন গর্বের সঙ্গে বলেন যে আপনার মা গুজরাতি, খুব আনন্দ হয় আমার। আর যখনই দেখা করতে যাই, নানারকম গুজরাতি খাবার খেতে দেন আপনি।’’ ২০২০-র আগস্ট মাসে নেটমাধ্যমে মোদিকে রাখির শুভেচ্ছাও জাানন লতা। অন্য দিকে, লতাকে বরাবর ‘দিদি’ বলেই সম্বোধন করতেন মোদি। ২০১৯ সালে প্রসূন জোশীর লেখা ‘সৌগন্ধ মুঝে ইস মিট্টি কি, ম্যায়ঁ দেশ নহি ঝুনে দুঙ্গা’ কবিতাকে গানের রূপ দিয়েছিলেন লতাই। ওই কবিতার দু’ছত্র ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদিই পড়ে শুনিয়েছিলেন। ২০১৩ সালে নরেন্দ্র মোদি যখন গুজরাতের মুখ্যমন্ত্রী, সেই সময় রাজ্যে একটি অনুষ্ঠানে গিয়ে সরাসরি মোদিকে প্রধানমন্ত্রী দেখতে চান বলেও জানিয়েছিলেন লতা।