নয়াদিল্লি: ভারতে এখনও ভয়ঙ্কর করোনা পরিস্থিতি। দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লক্ষ ছুঁইছুঁই।  দৈনিক মৃতের সংখ্যাও ৪ হাজারের নীচে নামেনি। তবে গতকালের তুলনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা সামান্য কমেছে।   


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ জন।  দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৪০ লক্ষ ৪৬ হাজার ৮০৯ জন।  


এর আগে, বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী,  ভারতে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত হয়েছিলেন ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে আক্রান্ত হয়েছিলেন ৩ লক্ষ ২৯ হাজার ৯৪২ জন। 


সোমবারের পরিসংখ্যানে এই সংখ্যাটা ছিল ৩ লক্ষ ৬৬ হাজার ১৬১ জন।  রবিবারের পরিসংখ্যান অনুযায়ী সংক্রমিত হয়েছিলেন ৪ লক্ষ ৩ হাজার ৭৩৮ জন। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী সংক্রমিত হয়েছিলেন, ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন।


ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে, ৪ হাজার জনের।  এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৬২ হাজার ৩১৭ জনের। 


এর আগে, বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী,  ভারতে করোনায় মৃত্যু হয়েছিল ৪ হাজার ১২০ জনের। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় দেশে মৃত্যু হয়েছিল রেকর্ড ৪ হাজার ২০৫ জনের। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৪৬ হাজার ১১৬ জনের। 


সোমবারের পরিসংখ্যানে এই সংখ্যাটা ছিল ৩ হাজার ৭৫৪ জন। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী,  দেশে করোনায় দৈনিক মৃত্যু হয়েছিল ৪ হাজার ৯২ জনের। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী দৈনিক মৃত্যু ছিল  ৪ হাজার ১৮৭। 


উদ্বেগের বিষয় হল, দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা বৃহস্পতিবারের তুলনায় সামান্য কমে হয়েছে ৩৭ লক্ষ ৪ হাজার ৮৯৩।   গতকালের হিসেব অনুযায়ী, অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল ৩৭ লক্ষ ১০ হাজার ৫২৫। বুধবারের হিসেব অনুযায়ী, অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল ৩৭ লক্ষ ৪ হাজার ৯৯। 


গত ২৪ ঘণ্টায় করোনাকে জয়ী করে সুস্থতার সংখ্যা ৩ লক্ষ ৪৪ হাজার ৭৭৬। বৃহস্পতিবার সুস্থ হয়েছিলেন ৩ লক্ষ ৫২ হাজার ১৮১ জন। বুধবারের সুস্থ হয়েছিলেন ৩ লক্ষ ৫৫ হাজার ৩৩৮ জন। দেশে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৭৯ হাজার ৫৯৯ জন। 


কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, ১৭.৯২ কোটি মানুষের টিকাকরণ হয়েছে।