কলকাতা: কেন্দ্রীয় সরকারের করোনা নীতি নিয়ে আলোচনার জন্য অবিলম্বে পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠক ডাকার দাবি জানালেন লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী।  লোকসভার স্পিকার ওম বিড়লাকে ওই বৈঠক ডাকার আবেদন জানিয়ে চিঠিও লিখেছেন তিনি।  কংগ্রেস সাংসদের দাবি, করোনা পরিস্থিতিতে যদি সরাসরি বৈঠক সম্ভব নাও হয়, তাহলে যেন ভার্চুয়াল বৈঠক ডাকা হয়।


চিঠিতে অধীর চৌধুরী উল্লেখ করেছেন, "কোভিড মোকাবিলায় সংসদ এবং তার কমিটিগুলি সহ পাবলিক অ্যাকাউন্টস কমিটির পরামর্শ দেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে। একইসঙ্গে আলোচনা, পর্যবেক্ষণের মাধ্যমে করোনা মোকাবিলায় কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সে সস্পর্কেও সুপারিশ করতে পারে কমিটিগুলি।" চিঠিতে তিনি আরও উল্লেখ করেছেন, "এই মুহূর্তে টিকাকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ভ্যাকসিনেশন পলিসির উপর বহু মানুষের জীবনের প্রশ্নও জড়িয়ে রয়েছে। আমার অনুরোধ পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে সংশ্লিষ্ট বিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনার জন্য অনুমোদন দিন।"


এর আগে সংসদের বিশেষ অধিবেশন চেয়ে সোমবার রাষ্ট্রপতিকে চিঠি দেন অধীর। চিঠিতে তিনি উল্লেখ করেন, দেশের করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সঙ্কটের সময় সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক। সাংসদরা তাঁদের নিজ নিজ এলাকার পরিস্থিতি নিয়ে তুলে ধরার পর, কীভাবে মানুষের কষ্ট লাঘব করা যায়, তার একটি রূপরেখা তৈরি করা দরকার। রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে উল্লেখ করেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। আর এবার কেন্দ্রের করোনা নীতি নিয়ে আলোচনার জন্য পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠক ডাকার দাবি জানালেন তিনি। 


এদিকে, ভারতে এখনও ভয়ঙ্কর করোনা পরিস্থিতি। দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লক্ষ ছুঁইছুঁই।  দৈনিক মৃতের সংখ্যাও ৪ হাজারের নীচে নামেনি। তবে গতকালের তুলনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা সামান্য কমেছে।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ জন।  দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৪০ লক্ষ ৪৬ হাজার ৮০৯ জন।