নয়াদিল্লি: চিন্তা বাড়িয়ে ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা-গ্রাফ। আবারও দেশে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত (Corona Affected) হয়েছেন ১০ হাজার ৫৪৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ১১৯। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু (Corona Death) হয়েছে ৪৮৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৯৬।  


দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৭ হাজার ৪৬৮ জনের। এযাবৎ দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৫৫ হাজার ৪৩১।


 





অন্যদিকে গত পরশু রাজ্যে করোনা সংক্রমণ ৮০০-এর কোটায় থাকলেও গতকাল রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা খানিকটা কমে যায়। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭৫৮ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৬,১২,৭৪১ জন।


আরও পড়ুন: Weather Update: কলকাতায় ফের নামল পারদ, সপ্তাহান্তে রাজ্যজুড়ে জমিয়ে শীতের আমেজ


এই সময় পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১৯,৪৩০ জন। সরকারি হিসেব অনুযায়ী এই সময়ে রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ৭৭৪ জন এবং শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মোট ১৫,৮৫, ৪৪৪ জন। অন্যদিকে কাল রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা  ৭৮৬৭ জন। কাল রাজ্যে সুস্থতার হার ছিল ৯৮.৩১ শতাংশ। 


এদিকে করোনাভাইরাসের (Coronavirus) নতুন প্রজাতি (New Variant) নিয়ে বৃহস্পতিবারই বিশ্বকে সতর্ক করেছিল দক্ষিণ আফ্রিকা (South Africa)। আর এরপরই শুরু হয়েছে উদ্বেগ। ব্রিটেন থেকে ভারত, যেসব দেশ এখনও করোনার (Covid-19) বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে, এবার নিজেরাই তারা সতর্কতা অবলম্বন করতে শুরু করেছে। ব্রিটেন যেমন ইতিমধ্যেই উদ্বিগ্ন। সম্প্রতি সেখানে বৃদ্ধি পেয়েছিল কোভিড প্রাদুর্ভাব। প্রশ্ন উঠছে ভ্যাকসিন কার্যকারীতা নিয়েও।