সঞ্চয়ন মিত্র, কলকাতা: ফের নিম্নচাপের (Depression) ভ্রুকুটি। নভেম্বরের (November) শেষে দক্ষিণ আন্দামান সাগরে (South Andaman Sea) তৈরি হবে নিম্নচাপ। ক্রমশ তা শক্তিশালী হয়ে ডিসেম্বরের গোড়ায় ওড়িশা উপকূলে (Coast of Orissa) পৌঁছবে। এর প্রভাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিকে আবহাওয়ার (Weather) পরিবর্তন। ফের বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে, আকাশ পরিষ্কার থাকায় উত্তুরে হাওয়া বিনা বাধা ঢুকতেই রাজ্যে ফিরছে ঠান্ডা (Winter)। কলকাতায় পারদ নামল কুড়ির নীচে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২ দিনে তাপমাত্রা ১৮ ডিগ্রিতে নামার সম্ভাবনা। উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে জেলাগুলিতে। সপ্তাহান্তে রাজ্যজুড়ে জমিয়ে শীতের আমেজ। দার্জিলিং ও কালিম্পঙে আজও হালকা বৃষ্টি হতে পারে। দুই বঙ্গেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস।


কুয়াশার চাদর, লেপের আদর, আর ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক, দোরগোড়ায় হাজির শীত। নামতে শুরু করেছে পারদ, ঘাসের ডগায় শিশির আর কুয়াশা মোড়া ভোর জানান দিচ্ছে, শীত আসছে। আর শীত মানেই বড়দিনের উত্‍সব, নিউইয়ারের আনন্দ, পৌষমেলা, বইমেলা আরও কত কী। গতকালের হিসেব অনুযায়ী দু’ দিনে ৩ ডিগ্রির বেশি নামে পারদ। গতকাল, বৃহস্পতিবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা বুধবারের থেকে ১ ডিগ্রি কম হলেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন পারদ নিম্নমুখী থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department)।


এদিকে দরজায় কড়া নাড়ছে শীত (Winter)। এরই মধ্যে বাজারে এল ইলিশ (Hilsa)। বড় সাইজের ইলিশ দেখে মন ভরছে ক্রেতাদেরও। ১ কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২০০ টাকায়। দেড় কেজি ইলিশের দাম পড়ছে দেড়হাজার থেকে ১৭০০ টাকা। গোটা বর্ষার (Monsoon) মরসুমেও এত সস্তায় ইলিশ মেলেনি। তাই ভোজন রসিক বাঙালি সকাল সকাল ভিড় জমাচ্ছে বাজারে। অন্যদিকে, কাকদ্বীপে (Kakdwip) মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে প্রচুর ইলিশ। যা পৌঁছে গিয়েছে কলকাতার (Kolkata) পাইকারি বাজারগুলিতে। তবে অসময়ের ইলিশে বর্ষার মতো স্বাদ মিলবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।


আরও পড়ুন: শীতের শুরুতেই সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন, খুশি পর্যটকেরা