নয়াদিল্লি : ফের দাপট দেখাচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ফের ২ হাজার পার। প্রায় ৬৬% বাড়ল দৈনিক সংক্রমণ। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও।



আজকের করোনা আপডেট 
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৭ জন।



  • গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২৪৭। 

  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Coronavirus) মৃত্যু হয়েছে ৪০ জনের। এর মধ্যে কেরলেই মারা গিয়েছেন ৩৪ জন।

  • গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১।

  • এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২২ হাজার ৬ জনের।

  • মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৪৭ হাজার ৫৯৪। 

  • এটা কি চতুর্থ ঢেউয়ের আভাস? মাথাচাড়া দিচ্ছে আশঙ্কা।

    চিকিৎসকরা কী পরামর্শ দিচ্ছেন
    চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, করোনাকে ঠেকাতে জোর দিতে হবে সতর্কতা এবং ভ্যাকসিনেশনে। তৃতীয় ঢেউ যাওয়ার পর থেকে, করোনা-সতর্কতা ভুলেছেন অনেকেই! মুখ থেকে নেমেছে মাস্ক! উধাও সামাজিক দূরত্ব। পয়লা বৈশাখেও রাস্তায় দেখা গেছে মাস্ক ছাড়াই বাঁধভাঙা ভিড়। এই ছবি অনেকের মনে আশঙ্কা তৈরি করেছিল। আর এর কয়েকদিনের মধ্যেই দেশে আচমকা একলাফে বাড়ল করোনা। একলাফে সংক্রমণ বৃদ্ধি কি চতুর্থ ঢেউয়ের আভাস দিচ্ছে?  চিকিৎসকদের মতে, প্রত্যেকবারই করোনা থাবা বসিয়েছে, অসতর্কতার ফাঁক গলে। এখনও বহু মানুষের মধ্যে ঠিক সেরকমই ঢিলেঢালা মনোভাব দেখা যাচ্ছে। এখনই সতর্ক না হলে, বিপদ আরও বাড়তে পারে। 


মার্চ মাস থেকে ১২ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিনেশন শুরু হয়েছে। এপ্রিল মাস থেকে শুরু হয়েছে বুস্টার ডোজ। কেন্দ্রীয় সরকারের কো-উইন পোর্টালের তথ্য অনুযায়ী, সোমবার অবধি ২ কোটি ৪২ লক্ষ ২৪ হাজার ৬৫২ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, সংক্রমণ বাড়লেই, সব বন্ধ করার পথে না হেঁটে, ভ্যাকসিনেশনে আরও বেশি করে জোর দেওয়া উচিত।