নয়া দিল্লি : জাহাঙ্গিরপুরীতে (Jahangirpura )অশান্তির পর এলাকায় বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর হল দিল্লি পুরসভা (Delhi Municipality)। জাহাঙ্গিরপুরীর ঘটনার পর বিজেপি রাজ্য সভাপতি পুরসভাকে চিঠি দিয়ে অভিযোগ জানান, সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ গড়ে তুলেছিল অভিযুক্তরা। ওই জমি দখলমুক্ত করতে আজ সকালেই বুলডোজার নিয়ে হাজির হন দিল্লি পুরসভার কর্মীরা। শুরু হয় উচ্ছেদ অভিযান।
অস্ত্রপাচারকারী গ্রেফতার
জাহাঙ্গিরপুরী এলাকায় শান্তি বজায় রাখতে ৪০০ জন পুলিশ চাওয়া হয়েছে পুরসভার তরফে। এর পাশাপাশি, জাহাঙ্গিরপুরীতে অশান্তির ঘটনায় এক অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এই দুষ্কৃতীই অস্ত্র সরবরাহ করেছিল বলে পুলিশের দাবি। পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে ৬০টিরও বেশি পুরনো মামলা রয়েছে। এর পাশাপাশি, আজ রোহিণী আদালতে তোলা হবে জাহাঙ্গিরপুরীকাণ্ডে মূল চক্রী মহম্মদ আনসার ও সেলিম চিকনাকে। এর জন্য আদালত চত্বরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।
প্রেক্ষাপট
হনুমান জয়ন্তীতে দিল্লির জাহাঙ্গিরপুরীতে ব্যাপক সংঘর্ষ হয়। শনিবার, হনুমান জয়ন্তীর দিন একটি শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকা। ইটবৃষ্টি, গাড়ি ভাঙচুর থেকে গুলি পর্যন্ত চালানো হয়। আর সেই ঘটনারই মূল অভিযুক্তর সঙ্গে পাওয়া যায় বাংলার যোগসূত্র! ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে ২৩ জনকে। তাঁদের একজনের নাম মহম্মদ আনসার। তবে এরই মধ্যে জাহাঙ্গিরপুরীর সি ব্লকে সোমবার ফের উত্তেজনা ছড়ায়। গোষ্ঠী সংঘর্ষের ঘটনার তদন্তে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের একটি দল এদিন সেখানে যায়। অভিযোগ, তখন পুলিশকে লক্ষ্য করে কয়েকটি বহুতলের ছাদ থেকে ঢিল ছোড়া হয়।
আরও পড়ুন :
দিল্লি হিংসার ঘটনায় ধৃত মহম্মদ আনসার কি আপ না বিজেপি-র ? তরজা তুঙ্গে