নয়াদিল্লি : দেশের দৈনিক সংক্রমণ গতকালের তুলনায় কিছুটা কমেছে। পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।
তবে চিন্তা বাড়াচ্ছে কেরল। গতকালের পর আজও দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের ওপর। 


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৬৫৮ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন।  একদিনে মৃত্যুর সংখ্যা ৪৯৬।  


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৬ হাজার ৮৬১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৬ লক্ষ ৩ হাজার ১৮৮।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৪৪ হাজার ৮৯৯।  এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন, ৩ কোটি ১৮ লক্ষ ২১ হাজার ৪২৮ জন। একদিনে ৩২ হাজার ৯৮৮ জন সুস্থ হয়েছেন।  


বৃহস্পতিবার দেশে দৈনিক হিসেবে ২০ শতাংশেরও বেশি বাড়ে করোনায় দৈনিক সংক্রমণ। সামান্য কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা ছশোর ওপরেই ছিল। তবে আজ তা বেশ কিছুটাই কমল। অন্যদিকে কেরলে পরপর দুদিন করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের উপরেই রইল। চিন্তা বাড়াচ্ছে কেরল। দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৪৪৫ জন। 


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে দৈনিক সংক্রমণ ছিল ৪৬ হাজার ১৬৪ জন ।  আজ সেখানে দৈনিক সংক্রমণ ৪৪ হাজার ৬৫৮ জন।  

করোনার তৃতীয় ঢেউ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে । তারই মধ্যে সম্প্রতি বিশ্বস্বাস্থ্য সংস্থার চিফ সায়েনটিস্ট সৌম্যা স্বামীনাথন জানান, 'আর মহামারী হিসেবে নয়, এবার অন্যান্য সাধারণ রোগের মতোই আমাদের চারপাশে স্থায়ীভাবে থেকে যেতে পারে করোনা ভাইরাস।' এমনই আশঙ্কা প্রকাশ করেন তিনি। পাশাপাশি তাঁর দাবি, এক্ষেত্রে আক্রান্তের সংখ্যা প্রথম বা দ্বিতীয় ওয়েভের মতো একসঙ্গে তেমন বিপুল আর হবে না। তবে, করোনায় আক্রান্ত হওয়া এবং তা থেকে সুস্থ হওয়ার প্রক্রিয়া চলতে থাকবে। ফলে নির্দিষ্ট সময়ের বেড়াজাল কাটিয়ে সবসময় আমাদের করোনা সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।