তিরুঅনন্তপুরম: বাড়ছে কেরলে করোনা সংক্রমণ (Coronavirus)। এই নিয়ে দ্বিতীয় দিন কেরলে দৈনিক সংক্রমণ ৩০ হাজার ছুঁল। বিশেষজ্ঞদের অনেকের মতে, ওনাম উত্সবের পরই বাড়ছে করোনা ঢেউ। কিন্তু এই তত্ত্বে সায় দেননি সে-রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। তাঁর ব্যাখ্যা রীতিমতো চমকে দিয়েছে।
কেরলে কি তুঙ্গে উঠবে তৃতীয় ঢেউ ? এই নিয়ে যখন আশঙ্কা তুঙ্গে, তখনই স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী করলেন বাড়ির মধ্যে করোনা বিধি না মানাকে। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, আক্রান্ত যাঁরা বাড়িতেই থাকছেন, তাঁদের মাধ্যমেই ছড়াচ্ছে ভাইরাস। বাড়ির মধ্যে বিধি না মানার জন্য একজনের থেকে ভাইরাস ছড়িয়ে পড়ছে অন্যের শরীরে। তিনি বলেন, করোনা প্রতিরোধ করতে আগে বাড়িতে মাস্ক পরার অভ্যেস করতে হবে। অনেকেই হোম কোয়ারেন্টিন অবস্থায় বাড়ির সকলের সঙ্গে মেলামেশা করেই থাকছেন। কিন্তু তাতেই ঘটছে বিপদ। হোম কোয়ারেন্টিন মানে কিন্তু নিজেকে আলাদা করে রাখা। তিনি আরও বলেন, "অন্য কেউ রোগীর ব্যবহৃত পাত্র বা জিনিসপত্র ব্যবহার করবেন না। ভাইরাসের সংক্রমণ এড়াতে বাড়ির প্রত্যেকের সাবান দিয়ে ঘন ঘন হাত ধোয়া উচিত," রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলেন।
কিছুটা কমল দেশের দৈনিক সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০ হাজারের উপর
দেশের দৈনিক সংক্রমণ গতকালের তুলনায় কিছুটা কমেছে। পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। তবে চিন্তা বাড়াচ্ছে কেরল। গতকালের পর আজও দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের ওপর। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৬৫৮ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মৃত্যুর সংখ্যা ৪৯৬। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৬ হাজার ৮৬১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৬ লক্ষ ৩ হাজার ১৮৮। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৪৪ হাজার ৮৯৯।