নয়াদিল্লি : ভারতে করোনায় দৈনিক সংক্রমণ রইল সাড়ে ৪২ হাজারের ওপরেই। দেশে ফের বাড়ল অ্যাক্টিভ কেসের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫৩৩ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৯৮২।  


গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১ হাজার ৭২৬ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৬ হাজার ২৯০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৮ লক্ষ ১২ হাজার ১১৪।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ১১ হাজার ৭৬।  করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৯ লক্ষ ৭৪ হাজার ৭৪৮ জন। 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫৬২ জনের মৃত্যু হয়েছিল। সেই সংখ্যা গত ২৪ ঘণ্টায় কিছুটা কমেছে। বুধবারের হিসেবে একদিনে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৬২৫। ভারতে করোনায় দৈনিক সংক্রমণ আজও রইল সাড়ে ৪২ হাজারের ওপরেই।


করোনাবিধি কিছুটা শিথিল হতেই  রাজ্যেও ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮২৬ জন। মঙ্গলবার সংখ্যাটি ছিল ৭২৯। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা হল ১৫,৩০,৮৫০ জন। ৪ অগাস্টের হিসাবে  রাজ্যে সক্রিয় আক্রান্ত রোগী ১০, ৭৪৫। আগের দিনের তুলনায় যা ২২ জন কম।  কোনওদিন বাড়ছে করোনায় মৃত্যু, কোনওদিন আবার বাড়ছে সংক্রমণ। এরই মধ্যে তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্কে ভুগছে মানুষ। পাল্লা দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসছে ভ্যাকসিন বিড়ম্বনার খবরও। 


বুধবারের হিসেবে শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১০ জন। সব মিলিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮,১৮০। পাশাপাশি সুস্থতার হার ৯৮.১১ শতাংশ। সরকারি বুলেটিনের হিসেব অনুযায়ী গত ১ দিনে করোনামুক্ত হয়েছেন ৮৩৮ জন। সবমিলিয়ে রাজ্যে শুরু থেকে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৫,০১, ৯২৫ জন।