নয়াদিল্লি : দেশে করোনায় দৈনিক মৃত্যু কমলেও, ১৫ শতাংশের বেশি বাড়ল সংক্রমণ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী,
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮২ জনের।
- একদিনে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৯২৩।
- দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৬ হাজার ৫০ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লক্ষ ৬৩ হাজার ৪২১।
- অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৬০৪।
- ১৮৭ দিনে সর্বনিম্ন সক্রিয় রোগীর সংখ্যা।
- দেশে এখনও পর্যন্ত ৩ কোটি ২৮ লক্ষ ১৫ হাজার ৭৩১ জন সুস্থ হয়েছেন।
- একদিনে সুস্থ হয়েছেন ৩১ হাজার ৯৯০ জন।
বাংলার করোনা আপডেট
মঙ্গলবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৫৩৭ জন। বুধবার সেই সংখ্যাটি বেড়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী,
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৬৮৩ জন।
রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৬৩,৩৯৩ জন।
সরকারি হিসেবে ২২ সেপ্টেম্বরে রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭,৭২৪ জন।
এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের।
গতকাল মৃত্যু হয়েছিল ১৪ জনের।
রাজ্যে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা, সংক্রমণে শীর্ষে রয়েছে কলকাতা।
উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ১০৮ জন। করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
কলকাতায় একদিনে আক্রান্ত ১১২ জন। ৩ জনের মৃত্যু হয়েছে সেখানে।
হাওড়ায় একদিনে আক্রান্ত হয়েছেন ৪৪ জন, ৩ জনের মৃত্যু হয়েছে একদিনে।
১ দিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৬৮৭ জন।
২২ সেপ্টেম্বর রাজ্যে সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ।