নয়াদিল্লি : দেশে করোনায় দৈনিক মৃত্যু কমলেও, ১৫ শতাংশের বেশি বাড়ল সংক্রমণ। 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী,

  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮২ জনের।  
  • একদিনে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৯২৩।  
  • দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৬ হাজার ৫০ জনের।  
  • মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লক্ষ ৬৩ হাজার ৪২১। 
  • অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৬০৪।
  • ১৮৭ দিনে সর্বনিম্ন সক্রিয় রোগীর সংখ্যা।
  • দেশে এখনও পর্যন্ত ৩ কোটি ২৮ লক্ষ ১৫ হাজার ৭৩১ জন সুস্থ হয়েছেন। 
  • একদিনে সুস্থ হয়েছেন ৩১ হাজার ৯৯০ জন।

    বাংলার করোনা আপডেট 

    মঙ্গলবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৫৩৭ জন। বুধবার সেই সংখ্যাটি বেড়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী,

  • শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৬৮৩ জন। 

  • রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৬৩,৩৯৩ জন।

  • সরকারি হিসেবে ২২ সেপ্টেম্বরে রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭,৭২৪ জন। 

  • এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের।

  • গতকাল মৃত্যু হয়েছিল ১৪ জনের।

  • রাজ্যে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা, সংক্রমণে শীর্ষে রয়েছে কলকাতা।

  • উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ১০৮ জন। করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

  • কলকাতায় একদিনে আক্রান্ত ১১২ জন। ৩ জনের মৃত্যু হয়েছে সেখানে।

  • হাওড়ায় একদিনে আক্রান্ত হয়েছেন ৪৪ জন, ৩ জনের মৃত্যু হয়েছে একদিনে। 

  • ১ দিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৬৮৭ জন।

  • ২২ সেপ্টেম্বর রাজ্যে সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ।