নয়াদিল্লি: ভারতের অব্যাহত করোনাভাইরাসের দাপট। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তর সংখ্যা। ওমিক্রন উদ্বেগের মধ্যে  দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ৫৮ হাজার ০৯৭। গত একদিনে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৫ হাজার ৩৮৯। চারগুণেরও বেশি বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৫৩৪। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক পজিটিভিটি রেট ৪.১৮ শতাংশ। অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ২ লক্ষ ১৪ হাজার ০০৪।


দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ২১ হাজার ৮০৩। এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮২ হাজার ৫৫১। এখনও পর্যন্ত দেশে মোট ১৪৭ কোটি ৭২ লক্ষ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।





গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৭ হাজার ৩৭৯।  গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১২৪। 


দেশে এখনও পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫০ লক্ষ ১৮ হাজার ৩৫৮ জন।  দেশে বুধবার পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৩৫।গত ২৪ ঘণ্টায় ২৪৩ জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে সবথেকে বেশি ৬৫৩ জন আক্রান্ত। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪৬৪।


এরইমধ্যে বিহারের  পাটনার নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত আরও ৫৯ জন চিকিত্সক। এই নিয়ে ওই হাসপাতালে মোট ১৫৯ জন চিকিত্সক সংক্রমিত হয়েছেন। লুধিয়ানার নার্সিং কলেজে করোনার থাবা। আক্রান্ত ৪১ জন নার্সিং পড়ুয়া। জম্মু কাশ্মীরের কাটরায় শ্রী মাতা বৈষ্ণোদেবী বিশ্ববিদ্যালয়ে বাড়ছে করোনা সংক্রমণ। আক্রান্ত ১৪০ জন পড়ুয়া। সংক্রমণের জেরে আগেই ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।