নয়াদিল্লি: দেশে ফের বেলাগাম করোনা সংক্রমণ। কোভিড গ্রাফে প্রতিদিনের লাফে উদ্বেগে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 


গত ২৪ ঘণ্টায় বুলেটিন অনুযায়ী আগের দিনের তুলনায় কিছুটা কমেছে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। কিন্তু আগের চেয়ে বেড়েছে দৈনিক কোভিড মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১০৩ জন।


দেশের কোভিড-গ্রাফ:




    • কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১০৩ জন।

    • গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৭ হাজার ৯২।

    • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১ জনের।

    • গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৯।

    • এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ১৯৯ জনের।

    • মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ১১ হাজার ৭১১।

    • মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৫ লক্ষ ২ হাজার ৪২৯।

    • গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন ১৩ হাজার ৯২৯।

    • দেশে এখন সুস্থতার হার ৯৮.৫৪ শতাংশ।








 


কোভিড ঠেকাতে পাল্লা দিয়ে চলছে টিকাকরণও। নাবালকদের টিকা চলছে। পাশাপাশি সাবালকদের জন্য বুস্টার ডোজও চলছে। এখনও পর্যন্ত ১২ থেকে ১৪ বছর বয়সীদের মধ্যে কোভিড টিকার প্রথম ডোজ পেয়েছে ৩ কোটি ৬৯ লক্ষ জন।  


আরও পড়ুন: সেতু ভেঙে বিপত্তি, রেকর্ড সময়ে জোড়া সেতু তৈরি সেনার