নয়াদিল্লি: কোভিড গ্রাফ নিয়ে ফের উদ্বেগ ভারতে (India)। গতকালের পর আরও বাড়ল কোভিড সংক্রমণ। এবার দৈনিক আক্রান্ত পেরোল সাড়ে সাত হাজার। বুলেটিন অনুযায়ী গতকাল, তার আগেরদিনের থেকে আক্রান্ত বেড়েছিল ৪০ শতাংশ।
ফের বাড়ছে কোভিড:
ফের কোভিড (Covid) মাথাচাড়া দিচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। ইউরোপে, চিনে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। তা নিয়ে উদ্বেগে সেই দেশগুলি। এবার সংক্রমণ বাড়ানোর ছবি ধরা পড়ছে ভারতেও। তৃতীয় ঢেউয়ের পর থেকে ক্রমশ নিম্নগামী ছিল ভারতের কোভিড সংক্রমণের গ্রাফ। কিন্তু গত কয়েকদিন ধরে সেটা ফের ঊর্ধ্বমুখী। সংখ্যার বিচারে তেমন না হলেও এই গতি দেখে উদ্বেগে রয়েছেন বিশেষজ্ঞরা। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত কোভিড বুলেটিনে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন সাড়ে সাত হাজারেরও বেশি।
দেশের সর্বশেষ কোভিডগ্রাফ:
- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৮৪ জন।
- গতকালের দৈনিক আক্রান্তের সংখ্যার থেকেও বেশি এদিনের সংখ্যা।
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ২৪০।
- ভারতে এখন অ্যাক্টিভ করোনা আক্রান্ত ৩৬ হাজার ২৬৭ জন।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃতের সংখ্যা ২৪।
- গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড সংক্রমণ মুক্ত হয়েছেন ৩ হাজার ৭৯১ জন।
- ভারতে এখন সুস্থ হওয়ার হার দাঁড়িয়ে ৯৮.৭০ শতাংশে।
- বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী দেশে এখন কোভিড পজিটিভিটি রেট ২.২৬ শতাংশ।
- গত ২৪ ঘণ্টায় মোট কোভিড পরীক্ষা হয়েছে ৩ লক্ষ ৩৫ হাজার ৫০ জনের।
বিশ্বে কোভিড সংক্রমণ ঠেকাতে সবচেয়ে নির্ভরযোগ্য ভ্যাকসিন। ভারতেও টিকা ঠেকাতে জোরকদমে চলছে টিকাকরণ। প্রথম তিনটি কোভিড ঢেউয়ের থেকে শিক্ষা নিয়ে ক্ষতি ঠেকাতে তোড়জোড় শুরু করেছে ভারত সরকার। টিকাকরণ চলছে, সাবালকদের বুস্টার চলছে। নাবালকদেরও টিকাকরণ চলছে। ইতিমধ্যেই সাবালকদের ১৯৪ কোটিরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। ১২ থেকে ১৪ বছর বয়সীদেরও কোভিড টিকা দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সাড়ে তিন কোটিরও বেশি টিকা দেওয়া হয়েছে ওই বয়সসীমায়।
আরও দেখুন: ভ্যাপসা গরম কাটিয়ে দক্ষিণবঙ্গে কবে আসবে বর্ষা? জানিয়ে দিল আবহাওয়া দফতর