নয়াদিল্লি: সামান্য কমলেও এখনও আট হাজারের উপরেই রইল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। তার আগের দিনই সাড়ে আট হাজারের উপর দৈনিক কোভিড (Covid) সংক্রমণ ছিল ভারতে। বেশ কয়েকদিন ধরেই দেশে বাড়ছে কোভিড সংক্রমণের গতি। এবার খুবই সামান্য একটু কমল।  


ফের বাড়ছে কোভিড:
আবার কোভিড বাড়ছে বিশ্বে। বেশ কিছু দেশে ক্রমশ ঊর্ধ্বগতি দেখা দিচ্ছে। বাদ নেই ভারতও। সম্প্রতি বেজিংয়ে ফের দাপট বেড়েছে কোভিডের। তৃতীয় ঢেউয়ের পর ক্রমশ কমতে কমতে একেবারেই তলানিতে নেমে গিয়েছিল কোভিড। এবার তা আবার ঊর্ধ্বগামী। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে (Central Health Ministry) প্রকাশিত কোভিড বুলেটিনে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আট হাজারেরও মতো।





দেশের সর্বশেষ কোভিডগ্রাফ:



  • কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৪ জন।

  • গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৫৮২।

  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪।

  • এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৭৭১ জনের।

  • গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড সংক্রমণ মুক্ত হয়েছেন ৪ হাজার ৫৯২ জন।

  • ভারতে এখন সুস্থ হওয়ার হার দাঁড়িয়ে ৯৮.৬৮ শতাংশে।

  • গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৫.৫১ কোটি কোভিড পরীক্ষা হয়েছে।


কোভিড সংক্রণ ঠেকাতে জোরকদমে চলছে টিকাকরণ (Vaccination)। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। ভারতে এখন বুস্টার ডোজের (Booster Dose) প্রক্রিয়া চলছে। আইআইটির একটি গবেষক দলের দাবি ছিল, জুনেই ভারতে তৃতীয় ঢেউ আসতে পারে। ইদানিং ভারতে টানা সংক্রমণে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। তৃতীয় ঢেউ কি আসছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ইতিমধ্যেই প্রায় সবারই দুটি টিকা হয়েছে। এখন বুস্টার চলছে। পাশাপাশি নাবালকদেরও টিকাকরণ চলছে। ফলে কোভিড ঠেকানো নিয়ে আশাবাদী তাঁরা। 


আরও পড়ুন: কীভাবে মৃত ব্যক্তির আধার-প্যান লক করবেন জানেন ? না হলে বাড়বে সমস্যা