Stock Market Opening On 13th June, 2022: সপ্তাহের প্রথম দিনেই রক্তাক্ত হল ভারতের শেয়ার বাজার। পতনের সঙ্গে শুরু লেনদেন। আমেরিকান ও এশিয়ান স্টকের পতনের প্রভাব পড়েছে দালাল স্ট্রিটে। যে কারণে সেনসেক্স 53,000 পয়েন্টের নিচে নেমে গেছে। মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স 1356 ও নিফটি 373 পয়েন্ট কমে লেনদেন করছে।
Share Market Update: কীভাবে খুলল বাজার ?
আজ শেয়ারবাজারে বিক্রি বাড়তে থাকায় সেনসেক্স ও নিফটিতে পতন হয়েছে। বিএসই সেনসেক্স সকালে 1100 পয়েন্টের পতনের সাথে খোলে। বিক্রি বৃদ্ধির কারণে এই পতন 1465 পয়েন্টে পৌঁছেছিল। বর্তমানে, সেনসেক্স 52,867 পয়েন্টে লেনদেন করছে। অন্যদিকে, নিফটিও সকালে 300 পয়েন্ট কমে খোলে। পতন বৃদ্ধির ফলে নিফটি 414 পয়েন্ট কমে 15,786 পয়েন্টে লেনদেন করছে। সেখানে ব্যাঙ্ক নিফটি 1,000 পয়েন্টেরও বেশি নেমে গিয়েছে ।
Stock Market Live: কোন খাতে বেশি পতন ?
আজ সমস্ত সেক্টরাল সূচক লালে লেনদেন করছে। ব্যাঙ্কিং, অটো, আইটি, এফএমসিজি, মেটাল, এনার্জি সেক্টরের শেয়ার কমেছে। আইটি স্টকগুলিতে সর্বত্র বিক্রি বেড়েই চলেছে। সেনসেক্সের 30 টি স্টক সম্পর্কে কথা বললে, 30 টি স্টকই লালে লেনদেন করছে। অন্যদিকে, নিফটির 50 টি স্টকের মধ্যে 49 টি লাল মার্কে ট্রেড করছে। শুধুমাত্র একটি সবুজ চিহ্নের মধ্যে লেনদেন করছে।
Share Market Update: আজকের টপ লুজার্স
পতনের সঙ্গে আজ বাজাজ ফিনসার্ভ 4.74 শতাংশ, বাজাজ ফাইন্যান্স 4.42 শতাংশ, আইসিআইসিআই ব্যাঙ্ক 3.82 শতাংশ, লারসেন 3,74 শতাংশ, এসবিআই 3.72 শতাংশ, এইচডিএফসি 3.37 শতাংশ, কোটক মাহিন্দ্রা 3.72 শতাংশ, টেক মাহিন্দ্রা 3.26 শতাংশ, ইনফোসিস 3.11 এ শতাংশ হ্রাস পেয়েছে। গত সপ্তাহে আমেরিকার বাজারে বড় পতনের কারণেই আজ ভারতের বাজারে এই ধস দেখা গিয়েছে। মার্কিন বাজারে ফের মন্দার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন : EPFO Update: চাকরিজীবীদের জন্য সুখবর ! শীঘ্রই অ্যাকাউন্টে আসবে এই টাকা