কলকাতা : উৎসবের আবহে বাংলাদেশে অশান্তির কড়া নিন্দা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বললেন, এর ফলে শুধু অন্যের ধর্মকে অসম্মান নয়, নিজ ধর্মকেও হেয় করা হয়েছে। অশান্তির ঘটনায় আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার আবেদন জানানোর পাশাপাশি, বিচারের আশ্বাস দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
এরই মধ্যে খবর, বাংলাদেশে (Bangladesh) অশান্তির নেপথ্যে মূল চক্রান্তকারীকে চিহ্নিত করেছে পুলিশ। বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে মিলেছে খবর। আজ পুলিশের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে তথ্য প্রকাশ্যে আনা হবে বলেই সূত্রের খবর।
এপার বাংলায় যখন উৎসবের আমেজ, তখন সীমান্তের ওপারে অশান্তির আবহ। ওপার বাংলায় অশান্তির প্রতিবাদ যেমন হচ্ছে, তেমনই এই বিষয়টিকে চলে এসেছে রাজনীতির আবর্তেও। সাধারণ নেটিজেন থেকে বিশিষ্টজনেরা সকলেই মুখ খুলেছেমন বিষয়টি নিয়ে। যদিও প্রথম থেকেই ঘটনার কড়া নিন্দা করে পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। হামলার কড়া নিন্দা করে ও হামলাকারীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ তাঁর ধর্ম পালন করবে স্বাধীনভাবে। সংবিধানে সেই নির্দেশই দেওয়া হয়েছে।
এদিকে হামলা-অশান্তির প্রতিবাদে বাংলাদেশের নানা জায়গায়, বিভিন্ন সংগঠনের তরফে সাম্প্রদায়িকতা বিরোধী সভা-সমাবেশ পালিত হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার ঢাকায় একটি শান্তি সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, দেশে যারা ধর্মের নাম করে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, আমাদের দেশের স্বাধীনতার জন্য মুসলমান-হিন্দু একসাথে যুদ্ধ করেছে। এই দেশ সবার।
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমও এক সুরে বলেছেন, সকল ধর্ম তাদের নিজ নিজ উৎসব-আয়োজন সুষ্ঠভাবে পালন করবে এটাই আমাদের প্রত্যাশা। এখানে সংখ্যলঘুদের আলাদা করে দেখার কোন কারণ নেই। আমরা সকলেই আপনজন। সকল ধর্মের অনুসারীদের সরকারের নিরাপত্তা দিতে হবে।