পাটনা: সরকারি নজরদারি দিব্যি চলছে মদের ব্যবসা বলে অভিযোগ বিরোধীদের। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar() তা মানতে নারাজ। তাঁর দাবি, বিহারে মদ নিষিদ্ধ (Alcohol Ban) এবং আগামী দিনেও নিষিদ্ধ থাকবে। নীতিশের পরামর্শ, যাঁদের মদ্যপানের অভ্যাস রয়েছে এবং মদ্যপান না করলে সমস্যা হয়, তাঁদের বিহারে (Bjhar) না আসাই ভাল।  


সরকারি নিষেধাজ্ঞা এড়িয়ে, নিয়মের বেড়াজাল পেরিয়ে বিহারে দিব্যি মদের কারবার চলছে বলে একাধিক বার খবর উঠে এসেছে। কিন্তু সোমবার পাটনায় সব অভিযোগ খারিজ করে দেন নীতীশ। বলেন, “কেউ কেউ বলেন, বাইরে থেকে এলে নাকি একটু আধটু মদ্যপানে আমরা ছাড় দিই!তা কি আদৌ সম্ভব? অন্য রাজ্য থেকে এসে এখানে মদ্যপান চালানো যাবে বলেলই হল? বিহারে আসতেই হবে না। পরিষ্কার ভাবে বলছি, যদি কেউ মদ্যাপন করেন এবং বিহারে এসে মদ না পেয়ে সমস্যায় পড়বেন, তাঁদের বিহারে আসারই প্রয়োজন নেই।”


আরও পড়ুন: Uttar Pradesh Election: বিরোধীদের অভিধানে শুধু পরিবারবাদ, মাফিয়াবাদ, বারাণসীতে বললেন মোদি


ভিন্ রাজ্য থেকে আসা নাগরিকদের মদ্যপানে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন নীতীশ। তাঁর সাফ যুক্তি, যত শিক্ষিতই হন, যত জ্ঞানীই হন, মদ্যপানের অভ্যাস রয়েছে যাঁর, তাঁকে মোটেই যোগ্য বলে মনে করেন না তিনি। তাঁর কথায়, “নিজের উপর নিয়ন্ত্রণ নেই যাঁর, তিনি কখনওই যোগ্য নন। মহাত্মা গাঁধীর আদর্শ, ভারতীয় সমাজের পক্ষে উপযুক্ত নন তিনি।”


২০১৬ সালে মদ নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েই কার্যত ক্ষমতায় আসেন নীতীশ। মহিলা ভোটের একটা বড় অংশ তাঁর দিকে যায়। ক্ষমতায় এসেই সে বছর এপ্রিলে রাজ্যে মদ নিষিদ্ধ করেন তিনি।


কিন্তু সরকারি ভাবে মদ নিষিদ্ধ হলেও, দিব্যি বিহারে মদের কারবার চলছে বলে অভিযোগ। এ বছর অক্টোবরের শুরুতে বিষমদ (Hooch Tragedy) খেয়ে আট জনের মৃত্যু হয় সেখানে। এ বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিষমদ কাণ্ডে বিহারে কমপক্ষে ৭০ জন মারা গিয়েছেন। ভেজাল মদ পান করে নওয়াড়া, পশ্চিম চম্পারণ, মুজফফরপুর, সিওয়ানে অনেকের দৃষ্টিশক্তি হারানোর খবরও এসেছে।