নয়াদিল্লি: দেশে দৈনিক সংক্রমণ (Daily Case) ফের পেরোল ২১ হাজারের গণ্ডি। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। অ্যাক্টিভ কেসের (Active Case) সংখ্যা দেড়লক্ষ ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮৮০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬০ জনের।
দেশের করোনা আপডেট: গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২১ হাজার ৫৬৬ জন। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৫। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৬৩০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৮ লক্ষ ৪৬ হাজার ৭৫১। এর পাশাপাশি, দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৪৮২।
রাজ্যের করোনা আপডেট: সামান্য একটু বাড়ল রাজ্যের দৈনিক কোভিড সংক্রমণ। রয়ে গেল প্রায় একই জায়গায়। উদ্বেগ বাড়িয়ে গতকালের একদিনে সামান্য বেড়েছে পজিটিভিটি রেট। বৃহস্পতিবারের কোভিড বুলেটিন অনুযায়ী ফের রাজ্যে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন প্রায় আড়াই হাজার জন। ২১ জুলাই প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ২ হাজার ৪৮৬ জন।
রাজ্যের কোভিড-গ্রাফ:
- বুলেটিন অনুযায়ী রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ২,৪৮৬ জন।
- গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের।
- গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হওয়ার সংখ্যা অবশ্য নতুন আক্রান্তের থেকে বেশি।
- গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণ মুক্ত হয়েছে ৩ হাজার ১২৪ জন।
- রাজ্যে সুস্থতার হার ৯৭.৬৪ শতাংশ।
- ২৪ ঘণ্টায় রাজ্যে পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৩১১টি কোভিড নমুনার।
- এখন হোম আইসোলেশনে রয়েছেন ২৭ হাজার ১৪৬ জন কোভিড আক্রান্ত।
- হাসপাতালে ভর্তি রয়েছেন ৬০৯ জন কোভিড আক্রান্ত।
আরও পড়ুন: CBSE 12th Result 2022: সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার এবার ৯২.৭১ শতাংশ