নয়াদিল্লি: দেশে মারণ করোনাভাইরাসের দাপট অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে দেশে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৯৭। গত একদিনে বেড়েছে মৃতের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০১ জন করোনা আক্রান্তর। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ৮ হাজার ৮৬৫ জন। যা ছিল গত ৯ মাসে সর্বনিম্ন। মৃতের সংখ্যা ছিল ১৯৭ জন। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় বেড়েছে দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশে বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ২৮ হাজার ৫৫৫। দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা গত ৫২৭ দিনের পর সবচেয়ে কম। দেখে নেওয়া যাক, দেশের সাম্প্রতিক করোনা পরিস্থিতি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, করোনা অতিমারীতে দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৬৪ হাজার ১৫৩। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ৭৩ হাজার ৮৯০। দেশ জুড়ে করোনার বিরুদ্ধে টিকাকরণ অভিযানে এখনও পর্যন্ত ১১৩ কোটির বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল ৬২ লক্ষ ৮২ হাজার ৪২ টিকার ডোজ দেওয়া হয়েছে। সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত ১১৩ কোটি ৬৮ লক্ষ ৭৯ হাজার ৬৮৫ টিকার ডোজ দেওয়া হয়েছে।
দেশে সবচেয়ে বেশি দৈনিক করোনা আক্রান্ত সংখ্যা কেরলে। ওই রাজ্যে গত একদিনে করোনা আক্রান্তর সংখ্যা ৫ হাজার ৫১৬। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ২১০।
এদিকে, পশ্চিমবঙ্গেও দৈনিক করোনা (Corona) সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ৮১৯ জন। আর এই সময়পর্বে মৃত্যু হয়েছে ১৪ জনের। সোমবারের বুলেটিন অনুযায়ী, সংখ্যাটা ছিল ৭৮২। মৃত্যু হয়েছিল ৫ জনের। যদিও তার আগের দিন আবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮৭৫। এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৮২৫ জন।