Coronavirus in India live updates:  দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের ওপরেই রয়েছে। তবে গতকালের তুলনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সামান্য কমেছে।  আর এই প্রেক্ষাপটেই চিকিৎসকদের একাংশ দাবি করছেন, ভারতে আছড়ে পড়েছে করোনার চতুর্থ ঢেউ । করোনা মোকাবিলায় বুধবার সব মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।



সোমবারের পরিসংখ্যান




    • কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৪১ জন।

    • গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৯৩। 

    • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৪।

    • এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২২ হাজার ২২৩ জনের।

    • মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৬০ হাজার ৮৬।  









  • রাজ্যের করোনা আপডেট 


  • আড়াই সপ্তাহ পর শনিবার বাংলাতেও ফের করোনায় মৃত্যু হয়েছে। রবিবারের স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, কারও মৃত্যু না হলেও, আগের দিনের তুলনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১০। বেড়েছে সংক্রমণের হারও!

    সব শেষে চিকিৎসকদের পরামর্শ একটাই, আগের মতো করোনা বিধি মেনে চলতে হবে সবাইকেই। 

    আরও পড়ুন :


    Corona Forth Wave : চতুর্থ ঢেউ কি আতঙ্কের হবে ? বুস্টার ডোজই হবে নির্ণায়ক ?