নয়াদিল্লি: করোনা-আবহে উদ্বেগ বাড়িয়ে দৈনিক মৃত্যুর হার বাড়ল প্রায় ২০ শতাংশ। যদিও ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ কমল প্রায় ১৩ হাজার। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২ লক্ষ ৫৮ হাজার ৮৯ জন। গতকালের তুলনায় কমল ওমিক্রন সংক্রমণও। গতকালের ২৭ শতাংশ থেকে কমে ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ৬ শতাংশ। 


দৈনিক সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যুর হার বাড়ল প্রায় ২০ শতাংশ। যদিও ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ কমল ১৩ হাজারের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৮ হাজার ৮৯ জন।গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৭১ হাজার ২০২।







গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৮৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩১৪। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭৩ লক্ষ ৮০ হাজার ২৫৩ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৬ হাজার ৪৫১ জনের মৃত্যু হয়েছে। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হল ১৯ দশমিক ৬৫ শতাংশ। সোমবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২০৯। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪৬৬ জন।


গতকালের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে (West Bengal) একদিনে সংক্রমণ (Corona Case) অনেকটাই কমল। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৯৩৮ জন। তৃতীয় ঢেউয়ে (Third Wave) রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৩৬ জনের। যদিও গতকালের তুলনায় ১০ হাজারের বেশি টেস্ট কম হয়েছে। কলকাতাতেই একদিনে ১২ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে কলকাতাই। কলকাতার পরই উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা। 


গতকাল রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৯ হাজার ৬৪। একদিনে গতকাল মৃত্যু হয়েছিল ৩৯ জনের। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ৯৭ হাজার ৬৯৯ জন। এখনও পর্যন্ত করোনা কোপে প্রাণ হারিয়েছেন ২০ হাজার ৮৮ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৫৩ হাজার ৮৭৬টি। এই মুহূর্তে রাজ্যে পজিটিভিটি রেট ২৭.৭৩ শতাংশ। 


এদিকে তৃতীয় ঢেউয়ের ধাক্কায় দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। গতকাল দৈনিক আক্রান্ত পৌনে ৩ লক্ষ ছুঁইছুঁই ছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের গতকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭১ হাজার ২০২ জন।গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৬৮ হাজার ৮৩৩। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১৪ জনের।