নয়াদিল্লি: দেশে ফের উদ্বেগজনক হয়ে উঠছে করোনা (India Corona Update) পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও, তা এখনও ১০ হাজার ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯২৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ৭৮১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৮।


এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৮৯০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৩ লক্ষ ১৯ হাজার ৩৯৬। দেশে লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭৯ হাজার ৩১৩। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ লক্ষ ২০ হাজার ২০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫৩ কোটি ৯৫ লক্ষ ৮৯৫।


[tw]





রাজ্যের করোনা পরিস্থিতি: করোনায় (WB Corona Update) রাজ্যে ফের মৃত্যু। সেই সঙ্গে ব্যাপক হারে বাড়ছে সংক্রমণ। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা (Kolkata)। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Pargana)। চিকিত্‍সকরা বলছেন, এখনই সতর্ক হতে হবে। নয়তো, ফের বড়সড় আকার ধারণ করতে পারে মারণ ভাইরাস


রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ। খোঁজ মিলেছে ওমিক্রন BA.4 এবং BA.5-এর মিশ্র প্রজাতির। তবে কি, নতুন নতুন ভ্যারিয়েন্টের হাত ধরে আসতে পারে কোভিডের ফোর্থ ওয়েভ? আশঙ্কার কথা উড়িয়ে দিচ্ছেন না চিকিত্‍সকর। 


আরও পড়ুন; Narendra Modi: ''যোগই সমাজে ও বিশ্বে শান্তি বয়ে আনবে'', আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা নরেন্দ্র মোদির