নয়াদিল্লি : শুরু হল সংসদের বাজেট অধিবেশন। দুই পর্বে অধিবেশন চলবে ৮ এপ্রিল পর্যন্ত। সংসদে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মধ্যে দিয়ে শুরু হল বাজেট অধিবেশন। এরপর প্রথমে লোকসভা ও পরে রাজ্যসভায় পেশ হবে আর্থিক সমীক্ষা রিপোর্ট। রাষ্ট্রপতি ভাষণের শুরুতেই যা যা বললেন -




    • সব কা সাথ সব কা বিকাশ, এই সরকারের মূল মন্ত্র

    • করোনা-আবহে সরকার ও নাগরিকদের মধ্যে পারস্পরিক বিশ্বাস বেড়েছে

    • দেশকে আত্মনির্ভর করতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার

    • ভারতে তৈরি করোনার ৩ টিকা পেয়েছে জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র

    • আগামী ২৫ বছরের মধ্যে তৈরি হবে শক্তিশালী ভারত

    • নেতাজি স্মরণে দেশজুড়ে একগুচ্ছ কর্মসূচি পালন

    • প্রধানমন্ত্রী আবাস যোজনায় এক বছরে ২ কোটি বাড়ি তৈরি হয়েছে

    • জল জীবন মিশনে ৬ কোটি বাড়িকে যুক্ত করা হয়েছে

    • ২৭ হাজার গ্রামে দেওয়া হয়েছে ৪০ লক্ষ সম্পত্তি কার্ড

    • কৃষিতে সাফল্যের মূল কারিগর ছোট চাষিরা

    • ফসল বিমা যোজনায় ৮ কোটির বেশি ছোট চাষি উপকৃত হয়েছেন

    • জৈব চাষে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার

    • বর্ষায় জল সংরক্ষণের উপর জোর দিয়েছে সরকার

    • ‘খরিফ মরশুমে রেকর্ড ধান কিনেছে সরকার’

    • ‘নতুন জাতীয় শিক্ষানীতিতে স্থানীয় ভাষায় পড়াশোনায় জোর’

    • ‘পুলিশে মহিলাদের ভর্তির হার দ্বিগুণ করা হয়েছে’

    • ‘স্টার্ট আপের জন্য দেশে নতুন ৬ লক্ষ চাকরি তৈরি হয়েছে’

    • ‘বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশশীল অর্থনীতি ভারতের’

    • ‘১ লক্ষ কোটির বেশি জিএসটি প্রতি বছর আদায় হচ্ছে’

    • ‘৬৩০ বিলিয়ন ডলারের বেশি বিদেশি মুদ্রার ভাঁড়ার ভারতের’

    • ‘মোবাইল ফোন তৈরির শিল্পের নিরিখে ভারত আজ বিশ্বের ২ নম্বর’

    • ‘খরিফ মরসুমে রেকর্ড ধান কিনেছে সরকার’

      তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, পেগাসাস নিয়ে লোকসভায় প্রধানমন্ত্রীর বিবৃতির প্রস্তাব দিক সরকার। সংসদ যাতে স্বাভাবিকভাবে চলতে পারে, তা দেখার দায়িত্ব সরকারের। এর আগে পেগাসাসে একটা গোটা অধিবেশন পণ্ড হয়েছে। দাবি লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। আজ দুপুর ৩টেয় সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে বৈঠক সরকারের। সূত্রের খবর, সেই বৈঠকে বেশ কিছু দাবি পেশ করতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।