নয়া দিল্লি : কোন পথে ভারতের অর্থনীতি (Indian Economy) ? ২০২২-'২৩ অর্থবর্ষে কি দ্রুত উন্নয়নশীল অর্থনীতিতে (Fastest Growing Economy) পরিণত হতে পারবে ভারত ? এনিয়ে অর্থনীতি মহলে বিশ্লেষণ চলছেই। তবে, অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের পূর্বাভাস বলছে, ২০২২-২৩ আর্থিক বছরে ভারত দ্রুত উন্নয়নশীল অর্থনীতিতে পরিণত হয়ে উঠতে পারবে না। শীর্ষস্থান দখল করবে সৌদি আরব।
কিন্তু, কেন এই পরিস্থিতি হতে পারে ?
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মূল্য-
- পূর্বাভাস অনুযায়ী, বৃদ্ধির পূর্বাভাস মন্থর হয়ে যাচ্ছে।
- বাড়তে থাকা মুদ্রাস্ফীতি, প্রধানত শক্তি ও খাদ্যদ্রব্যের দামবৃদ্ধি।
২০২২-২৩ ভারত-
- গত ৮ জুন অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপরেশন অ্যান্ড ডেভেলপমেন্টের পূর্বাভাস সামনে এসেছে।
- ২০২২ জুন - ৮.১ শতাংশ অনুমান করা হলেও, এই মুহূর্তে দাঁড়িয়ে চলতি অর্থবর্ষে বৃদ্ধির হার ৬.৯ শতাংশ।
- কারণ- বিশ্বব্যাপী জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধি, আর্থিক নীতির স্বাভাবিকীকরণ এবং বিশ্বব্যাপী অবস্থার অবনতির কারণে মুদ্রাস্ফীতির প্রত্যাশা বৃদ্ধি পাওয়ায় ভারতীয় অর্থনীতি ক্রমশ গতি হারাচ্ছে ।
আরও পড়ুন ; ফের টাকার দামে রেকর্ড পতন !
বিভিন্ন দেশের জন্য পূর্বাভাস OECD-র-
- সৌদি আরব- ৭.৮ শতাংশ।
- ভারত- ৬.৯ শতাংশ।
- চিন- ৪.৪ শতাংশ।
- আমেরিকা- ২.৫ শতাংশ।
- ইংল্যান্ড- ৩.৬ শতাংশ।
অপেক্ষারত মালবাহী জাহাজে মালপত্রের শেয়ার-
- জানুয়ারি, ২০২২- ১০.৯৪ শতাংশ।
- ফেব্রুয়ারি, ২০২২- ১০.৩৪ শতাংশ।
- মার্চ, ২০২২- ১২.১৩ শতাংশ।
- এপ্রিল, ২০২২- ১১.৫৬ শতাংশ।
- মে, ২০২২- ১১.৮১ শতাংশ।
বিশ্বব্যাঙ্ক নির্ধারিত বৃদ্ধির পূর্বাভাস-
- এপ্রিল, ২০২২- ৮.৭ শতাংশ থেকে কমে ৮ শতাংশে।
- জুন, ২০২২- এই মুহূর্তে বৃদ্ধি প্রোজেক্ট করা হচ্ছে ৭.৫ শতাংশ।
- কারণ- ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, সরবরাহকারী চেইনে ব্যাঘাত এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা।