নয়া দিল্লি : আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election)। ব্যালট পেপারে ভোট দেওয়া চিহ্নিত করতে এবার "নির্দিষ্ট" কলম সরবরাহ করবে নির্বাচন কমিশন। সংসদ ভবন (Parliament House) এবং রাজ্যের বিধানসভাগুলিতে হবে ভোট। লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্য এবং নির্বাচিত বিধায়করা ভোট দেওয়ার অধিকারী। মনোনীত সাংসদ, বিধায়ক এবং বিধান পরিষদের সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না।


আজ, বৃহস্পতিবার দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন (Election Commission)। এ দিন দুপুরে সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সেখানে তিনি বলেন, "রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঠিক করেছে নির্বাচন কমিশন। আগামী ১৫ জুন সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হবে। আগামী ২৯ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন হবে ১৮ জুলাই। ভোটগণনার প্রয়োজন পড়লে, ২১ জুলাই গণনা হবে।"


আরও পড়ুন ; ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৯ জুন


"নির্দিষ্ট" কলম নিয়ে কী বলছে কমিশন ?


এক বিবৃতিতে কমিশনের তরফে জানানো হয়েছে, ভোট চিহ্নিতকরণের জন্য কমিশন নির্দিষ্ট কলম সরবরাহ করবে। ব্যালট পেপার হস্তান্তরের সময় মনোনীত কর্মকর্তা ভোটকেন্দ্রে ভোটারদের কলমটি প্রদান করবেন। ভোটারদের শুধুমাত্র পোল প্যানেলের দেওয়া কলম দিয়ে ব্যালট মার্ক করতে হবে। অন্য কোনও কলম দিয়ে নয়"। কমিশন সতর্ক করে বলেছে, "অন্য কোনও কলম ব্যবহার করে ভোট দিলে গণনার সময় সেই ভোট বাতিল হয়ে যাবে।"


কমিশনের বক্তব্য, তারা সবসময় পরিবেশবান্ধব নির্বাচন করতে সচেষ্ট। ভারতের রাষ্ট্রপতির পদের নির্বাচন, একটি পরোক্ষ নির্বাচন হওয়ায়, ব্যানার বা পোস্টার প্রদর্শনের প্রচলিত পদ্ধতি এর সাথে জড়িত নয়।


২০১৭ সালে দেশের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচিত হন রামনাথ কোবিন্দ। ৬৫.৬৫ শতাংশ ভোট পেয়েছিলেন কোবিন্দ, ইলেক্টোরাল কলেজের ৭ লক্ষ ২ হাজার ৪৪ ভোট পড়েছিল তাঁর সমর্থনে।