পানাজি: জম্মুর উধমপুরে এয়ার শো-র দিনেই অন্য প্রান্তে দুর্ঘটনায় মিগ ২৯-কে বিমান (MiG 29K Fighter Jet Crash)। গোয়া (Goa) উপকূলে ভেঙে পড়ে নৌ সেনার মিগ ২৯-কে বিমানটি। ভেঙে পড়ার মুহূর্তে বিমান থেকে বেরিয়ে প্রাণ রক্ষা পাইলটের। পাইলটকে উদ্ধার করেছে নৌ সেনা। দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে নৌ সেনা (Indian Navy)। 



নৌ সেনা সূত্রে জানা গিয়েথে, বুধবার সকালে রুটিন মহড়া চলছিল। সেই সময় মিগ বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। কোনও রকমে বিমান থেকে লাফিয়ে পড়েন পাইলট। তাঁর খোঁজে শুরু হয় তল্লাশি। পরে নিরাপদে উদ্ধার করা হয় তাঁকে। 


গোয়ায় ভেঙে পড়ল নৌ সেনার মিগ ২৯-কে বিমান


২০১৯ সাল থেকে এই নিয়ে নৌসেনার চারটি মিগ ২৯-কে বিমান ভেঙে পড়ল। তাই এ দিনের দুর্ঘটনায় উচ্চ পর্যায়ের, পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছে বোর্ড অফ এনকোয়ারি। এ দিন নৌ সেনার ঘাঁটিতে ফেরার সময় দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।


ভেঙে পড়া মিগ বিমানটিতে রাশিয়ায় তৈরি কে-৩৬ডি-৩.৫ ইজেকশন সিট ছিল, যা বিশ্বের মধ্যে সবচেয়ে আধুনিক বলে গন্য হয়। হাতল ধরে টান মারলেই পাইলট সমেত বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম সেটি। প্রথমে পিছনের আসনে বসা পাইলট বেরিয়ে যান। তার পর বেরোতে সক্ষম হন সামনের আসনে বসা পাইলট।


আরও পড়ুন: Government Scheme: গ্যারান্টি ছাড়াই পেতে পারেন ৫০,০০০ টাকা, এদের জন্য এই সুবিধা দিচ্ছে সরকার


এর আগে, ২০২০ সালের নভেম্বর মাসে ওই মিগ ২৯-কে বিমান দুর্ঘটনায় এক পাইলটের মৃত্যু হয়। দুর্ঘটনার ১১ দিন পর উদ্ধার হয় তাঁর দেহ। অল্পের জন্য সে বার রক্ষা পান অন্য জন। 


২০১৯ থেকে এই নিয়ে নৌ সেনার চারটি মিগ বিমান ভেঙে পড়ল


২০২০ সালেরই ফেব্রুয়ারি মাসে পাখির সঙ্গে টক্কর লেগে ভেঙে পড়ে আর একটি মিগ ২৯-কে বিমান। সে বার লোকালয় থেকে বিমানটিকে দূরে সরিয়ে নিয়ে যান দুই পাইলট। তার পর নিজেরা বেরিয়ে যান। তাঁদের সেই পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছিল। তার আগে ২০১৯ সালের নভেম্বর মাসে প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ে আরও একটি মিগ ২৯-কে বিমান। গোয়ার একটি গ্রামের বাইরে ভেঙে পড়ে সেটি। দুই পাইলটই রক্ষা পান।