নয়া দিল্লি: উড়ান কর্তৃপক্ষের অমানবিক ব্যবহারের জেরে এবার বড়সড় ক্ষতির মুখে পড়ল ইন্ডিগো (Indigo) বিমান সংস্থা। বিশেষভাবে সক্ষম শিশুকে বিমানে উঠতে না দেওয়ার মতো কাজের জন্য এবার ইন্ডিগোকে ৫ লক্ষ টাকা জরিমানা (Fine) করেছে। ডিজিসিএ (DGCA) একটি বিবৃতিতে বলেছে, “এটি দেখা গেছে যে ইন্ডিগোর গ্রাউন্ড স্টাফরা বিশেষভাবে সক্ষম শিশুর এই ঘটনা সঠিকভাবে পরিচালনা করতে পারেনি। ঘাটতি ছিল অনেকটাই। আরও সহানুভূতিশীল হতে হত। এভাবে যাত্রীদের বোর্ডিং অস্বীকার করা যায় না।" 


বিবৃতিতে এও বলা হয়, "বিশেষ পরিস্থিতি তৈরি হলে এয়ারলাইনসের কর্মীদেরকেই সামলাতে হবে। কিন্তু যেভাবে কাজটি করা হয়েছে তার মধ্যে ত্রুটি হয়েছে। তাই এই প্রেক্ষাপটে সব দিক বিচার করেই ডিজিসিএ উড়ান কর্তৃপক্ষকে টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। উড়ান বিধির নিয়ম মেনেই সংস্থাকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।"           


রাঁচি বিমানবন্দরে কী ঘটেছিল?


ইন্ডিগোর এক ম্যানেজার ৭ মে রাঁচি বিমানবন্দরে একটি বিশেষভাবে সক্ষম শিশুর সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ। ঘটনার একজন প্রত্যক্ষদর্শী এই ঘটনাটি তাঁর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। তারপরই ভাইরাল হয় ঘটনাটি। প্রকাশ্যেও আসে সকলের। যা নজর কাড়ে ডিজিসিএ-এরও। 


আরও পড়ুন, ‘এমন কিছু করিনি, যাতে লজ্জায় মাথা ঝুঁকে যায়’, রাজকোটের র‍্যালি থেকে জানালেন মোদি


ভিডিওটি যিনি পোস্ট করেছিলেন সেই অভিনন্দন মিশ্রের মতে, ওই শিশুটিকে একটি বিশেষ গাড়িতে করে নিয়ে আসা হয় যা নিয়ে সমস্যার সূত্রপাত। বোর্ডিং গেটে যাওয়ার সময়ই বাদানুবাদ হয়। অশান্ত হয় পরিস্থিতি অবশেষে খাওয়ার দিয়ে কোনওক্রমে ওই শিশুকে সামাল দেয় তাঁর মা-বাবা, এমনটাই জানান হয় পোস্টে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 


এর ঘটনার পর অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর পর ১৬ মে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক ডিজিসিএ ইন্ডিগোর জরিমানা করে।