নয়া দিল্লি : আপনি "ইজরায়েলে সবথেকে জনপ্রিয় মানুষ"। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এভাবেই প্রশংসা করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত।ইজরায়েলের প্রধানমন্ত্রী একটি ভিডিও শেয়ার করেছেন ট্যুইটারে। তাতে দুই দেশের প্রধানমন্ত্রীকে হাসি মুখে দেখা যাচ্ছে। 


মঙ্গলবার গ্লাসগোয়  COP26 শীর্ষক সম্মেলনে যোগ দেন উভয়েই। সেখানে দুই রাষ্ট্রনেতা নিজেদের মধ্যে আলোচনায় বসেন। সেই সময় মোদির প্রশংসা করার পাশাপাশি তাঁকে হাসির ছলে ইজরায়েলের প্রধানমন্ত্রী প্রস্তাব দেন, " আপনি আমার দলে যোগ দিন।" যে কথা শুনে হাসতে দেখা যায় মোদিকে। উভয় দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এধরনের কথোপকথন পারিপার্শ্বিক সম্পর্কের পক্ষে ইতিবাচক বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।


COP26 জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার ফাঁকেই উভয় দেশের প্রধানমন্ত্রী মঙ্গলবারই প্রথম পরস্পরের মুখোমুখি হন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয় উভয়ের মধ্যে। প্রযুক্তিগত বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো নিয়ে হয় কথা। প্রসঙ্গত, ইজরায়েলের সঙ্গে ভারতের দৃঢ় সম্পর্ক রয়েছে। বছরের পর বছর ধরে সন্ত্রাস মোকাবিলা, প্রতিরক্ষার মতো বিভিন্ন বিষয়ে একে অপরের সঙ্গে কাজ করছে। ২০১৭ সালে ইজরায়েল সফরে যান মোদি। গত ৭০ বছরের মধ্যে তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ইজরায়েল সফরে যান। তার পর থেকেই উভয় দেশের মধ্যে সম্পর্কের ভিত আরও দৃঢ় হয়।


COP26 জলবায়ু সম্মেলনে-এর ফাঁকে মোদি ও নাফতালির মধ্যে আলোচনা হয়। যার শুরুতেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনিই ভারত ও ইজরায়েলের মধ্যে সম্পর্ক শুরু করেছেন। যা দুই বিরল সভ্যতা-ভারতীয় সভ্যতা ও ইহুদি সভ্যতার মধ্যে গভীর সম্পর্কের দৃষ্টান্ত। আমি জানি যে, এটা আপনার হৃদয় থেকে এসেছে। প্রসঙ্গত, বেঞ্চামিন নেতানইয়াহু-র আমলে শুরু হওয়া এই সম্পর্ক প্রধানমন্ত্রী মোদির কাছে আরও গভীর করার আহ্বান জানান বেনেত। এ বছরের জুন মাসে বেনেত ইজরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী।