নয়াদিল্লি: বছরের শুরুতেই ফের মহাকাশে রকেট কৃত্রিম উপগ্রহ পাঠাল ভারত। সোমবার সকালে মোট তিনটি কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। এর মধ্যে রয়েছে, পৃথিবীর উপর নজরদারি চালানোর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (PSLV) ইওএস-০৪ (EOS-04)।পাশাপাশি ‘ইনস্পায়ারস্যাট-১’ (INSPIRE-1) এবং ভারত-ভুটান যৌথ উদ্যোগে তৈরি টেকনোলজি ডেমনস্ট্রেটর স্যাটেলাইট আইএনএস-২বি (INS-2B) নামের দু’টি অপেক্ষাকৃত ছোট কৃত্রিম উপগ্রহও পাঠানো হয়েছে। আয়নমণ্ডলের গতিশীলতা এবং সৌরমুকুটের তাপমাত্রা নিয়ে গবেষণা চালাবে ওই দুই কৃত্রিম উপগ্রহ।
পূর্ব ঘোষণা মতোই সোমবার ভোরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে কৃত্রিম উপগ্রহগুলির সফল উক্ষেপণ করে ইসরো। এ দিন ভোর ৪টে বেজে ২৯ মিনিটে সেগুলির উক্ষেপণ হয়। লঞ্চ ভেহিকলটি পৃথিবীর উপর নজরদারি চালানো কৃত্রিম উপগ্রহ ইওএস-০৪-কে প্রদক্ষিণ করবে। এর ওজন ১ হাজার ৭১০ কেজি। ইওএস একটি রেডার ইমেজিং উপগ্রহ। কৃষি, সবুজায়ন, বৃক্ষরোপণ, মাটির আর্দ্রতা, জলের অনুসন্ধান এবং বন্যার রূপরেখা নিয়ন্ত্রণে বিজ্ঞানীদের সাহায্য করতে মহাকাশ থেকে ছবি তুলে পাঠাবে সেটি।
অন্য দিকে, ‘ইনস্পায়ারস্যাট-১’ উপগ্রহটি তৈরি করেছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ট টেকনোলজি (IIST)-র পড়ুয়ারা। ইউনিভার্সিটি অফ কলোরাডো, বোল্ডারের ল্যাবরেটরি অফ অ্যাটমোস্ফিয়ারিক অ্যান্ড স্পেস ফিজিক্স, সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এবং তাইওয়ানের ন্যাশনাল সেন্ট্রাল ইউনিভার্সিটির যৌথ সহযগিতায় সেটি তৈরি করা হয়। এর ওজন ৮.১ কেজি। এর মধ্যে বিজ্ঞানীদের তৈরি দু’টি সংযোগযন্ত্র বসানো রয়েছে, যার মাধ্যমে আয়নমণ্ডলের গতিশীলতা এবং সৌরমুকুটের তাপমাত্রার পদ্ধতি নিয়ে গবেষণা চালাবেন বিজ্ঞানীরা।
আরও পড়ুন: Goa Election 2022: সোমবার গোয়ায় ভোটগ্রহণ, ২৬ আসনে লড়ছে তৃণমূল
আইএনএস-২বি উপগ্রহটি ভারত-ভুটান যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। এর মধ্যে থার্মাল ইমেজিং ক্যামেরা বসানো রয়েছে, যার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিতলের তাপমাত্রা, জলমণ্ডলের তাপমাত্রার ওঠাপড়া, কৃষিকাজ এবং সবুজায়নের উপযুক্ত পরিবেশ এবং তাপের নিস্ক্রিয়তা নিয়ে দিনরাত গবেষণা চালানো হবে।
এর আগে, গত বছর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল ইওএস-০৩ উৎক্ষেপণের চেষ্টা ব্যর্থ হয় ইসরোর। সে বার যান্ত্রিক গোলযোগের কারণ দেখিয়েছিল তারা। সেই অভিজ্ঞতা কাটিয়ে সোমবার বছরের প্রথম সফল উৎক্ষেপণ সারল ইসরো। চলতি বছরে মোট ১৮টি অভিযানের পরিকল্পনা রয়েছে তাদের। এর মধ্যে রয়েছে ‘চন্দ্রযান-২’ও। ‘গগনযান’ অভিযানের আওতায় সেটির উৎক্ষেপণ হবে।