শোপিয়ান (জম্মু ও কাশ্মীর) : উপত্যকায় ফের জঙ্গি-নিরাপত্তাবাহিনী গুলির লড়াই (Encounter)। জম্মু ও কাশ্মীরের শোপিয়ানের (Shopian) বাস্কুচানের ঘটনা। ট্যুইট করে একথা জানানো হয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশের (Jammu and Kashmir Police) তরফে।


বারামুল্লা এনকাউন্টার-


গত শুক্রবারই বারামুল্লায় জইশ ই মহম্মদের দুই জঙ্গিকে গুলি করে খতম করে নিরাপত্তাবাহিনী। সংশ্লিষ্ট জেলার পাট্টান এলাকার ইয়েদিপোরা গ্রামে জঙ্গিদের উপস্থিতির খবর পায় জম্মু ও কাশ্মীর পুলিশ। এরপর সেনা ও পুলিশ ও সশস্ত্র সীমা বলের তরফে ওই এলাকায় যৌথ অভিযান চালানো হয়। তল্লাশি অভিযান চলাকালীন, নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনী।


পরে পুলিশের তরফে জানানো হয়, উভয়পক্ষের এনকাউন্টারে স্থানীয় স্তরের দুই জঙ্গিকে খতম করা হয়েছে। নিহতদের নাম ইয়াওয়ার শফি ভাট ও আমির হুসেন ভাট। তারা যথাক্রমে কালাম্পোরা পুলওয়ামা ও আমির ভেশরো শোপিয়ান এলাকার বাসিন্দা। 


খবর অনুযায়ী, ওই দুই জন সম্প্রতি জঙ্গি গোষ্ঠীতে নাম লেখায়। পুলিশ ও নিরাপত্তাবাহিনীর ওপর বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে তারা জড়িত ছিল। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্ত ও ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, ওই দুই জঙ্গিকে বারামুল্লায় আয়োজিত আর্মি রিক্রুটমেন্ট ব়্যালি বা অগ্নিবীর-এর উপর হামলার চালানোর জন্য নিযুক্ত করা হয়েছিল। যাতে করে যেসব তরুণ সেনা যোগ দিতে চান তাঁদের বিভ্রান্ত করে তোলা যায়। যদিও তাদের খতম করে সেই চেষ্টায় জল ঢেলে দেয় নিরাপত্তাবাহিনী।


তিনটি ম্যাঙ্গানিজ-সহ AKS74U রাইফেল, অন্যান্য অস্ত্রশস্ত্র, পিস্তল ইত্যাদি সামগ্রী উদ্ধার করা হয় এনকাউন্টার স্থল থেকে। আরও তদন্তের জন্য সেগুলি বাজেয়াপ্ত করা হয়। এনিয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়।  


এছাড়া গতমাসের প্রথম দিকে কাশ্মীরে আক্রান্ত হন বাংলার শ্রমিক। তাঁর  ওপর হামলা চালায়  জম্মু কাশ্মীরের পুলওয়ামার জঙ্গিরা। গুলিতে আহত হন উত্তর দিনাজপুরের এক বাসিন্দা। সূত্রের খবর,  দিঘলগাঁওয়ের বাসিন্দা মনিরুল ইসলাম কাজের সূত্রেই সম্ভবত কাশ্মীরে গিয়েছিলেন । পুলিশ সূত্রে খবর, পুলওয়ামার উগেরগুন্দ এলাকায় জঙ্গিরা গুলি করে মনিরুলকে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রের খবর, পরে আহত যুবকের অবস্থা স্থিতিশীল হয়।


আরও পড়ুন ; জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে ক্ষতবিক্ষত এক বাঙালি