শ্রীনগর : শ্রীনগরে ফের জঙ্গি হামলা। স্কুলে ঢুকে প্রধান শিক্ষিকা ও সহকারী শিক্ষককে গুলি করে খুন করল জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে সাগাম ইদগা এলাকায়। গুলিবিদ্ধ প্রধান শিক্ষিকা সতীন্দর কউর ও শিক্ষক দীপক চাঁদকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। নিহত দু’জন স্থানীয় বাসিন্দা নন বলে জানা গিয়েছে।