Government News: দেশবাসীর স্বার্থে সময়ে সময়ে বিভিন্ন প্রকল্পের ঘোষণা করে সরকার। সকল শ্রেণির কথা মাথায় রেখেই নেওয়া হয় এই পরিকল্পনা। সদ্যজাত শিশু থেকে প্রবীণ নাগরিকের জন্য ইতিমধ্যেই বিভিন্ন স্কিম চালু করেছে সরকার। এই প্রকল্পগুলির মাধ্যমে জনগণকে আর্থিক সাহায্য দেওয়া হয়। এরকমই একটি প্রকল্পের নাম জননী সুরক্ষা যোজনা (Janani Suraksha Yojana)।


Janani Suraksha Yojana: মহিলাদের জন্য এসেছে এই স্কিম 
সরকার গর্ভবতী মহিলা ও নবজাতকের স্বাস্থ্যের জন্য একটি প্রকল্প শুরু করেছে। যার মাধ্যমে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬০০০ টাকা পাঠানো হয়। মায়ের অর্থনৈতিক নিরাপত্তা ও পর্যাপ্ত পুষ্টির লক্ষ্যে এই প্রকল্পটি শুরু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে প্রসবের পরে গর্ভবতী মহিলাদের আর্থিক সাহায্য দেওয়া হয়।


Government News: জননী সুরক্ষা প্রকল্প
জননী সুরক্ষা যোজনার মাধ্য়মে দরিদ্র পরিবারগুলিকে এই সুবিধা দেওয়া হয়। এই প্রকল্পটি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান, বেসরকারি হাসপাতালগুলিকে ভর্তি হওয়া গর্ভবতী মহিলাদের দেওয়া হয়। এছাড়া অন্য কোনও হাসপাতালে ডেলিভারি হলে এই স্কিমের সুবিধা পাওয়া যাবে না। পাশাপাশি Pradhan Mantri Surakshit Matritv Abhiyan-এর মাধ্যমে প্রতি মাসের ১ থেকে ৯ তারিখের মধ্যে বেসরকারি বা সরকারি হাসপাতালে ডেলিভারি চেকআপ করা যেতে পারে।


Janani Suraksha Yojana: প্রকল্পের সুবিধা নিতে কী প্রামাণ্য নথি লাগবে


1 আবেদনকারীর আধার কার্ড


2 বিপিএল রেশন কার্ড


3 ঠিকানার প্রামাণ্য নথি


4 জননী সুরক্ষার কার্ড


5 সরকারি হাসপাতাল কর্তৃক প্রসবের শংসাপত্র


6 ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসবুক


7 মোবাইল নম্বর


8 পাসপোর্ট সাইজ ছবি


Janani Suraksha Yojana: আপনি কীভাবে এই প্রকল্পের সুবিধা নেবেন ?


প্রথমে আপনাকে এই লিঙ্কের মাধ্যমে ফর্মটি ডাউনলোড করতে হবে https://pmmodiyojana.in/wp-content/uploads/2020/03/jsy_guidelines_2006.pdf৷ 
আপনাকে এই ফর্মে সব প্রয়োজনীয় বিবরণ পূরণ করতে হবে।
এর পরে, সব প্রয়োজনীয় নথি একসঙ্গে সংযুক্ত করুন।
সব কাজ হয়ে গেলে অঙ্গনওয়াড়ি বা মহিলা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে আবেদনপত্র জমা দিন।


Government News: কীভাবে আবেদন করতে হবে
এই স্কিমে আবেদন আশা কর্মীদের সাহায্যে করা হয়। মূলত,আশা কর্মীরাই এই গর্ভবতী সব মহিলার তথ্য তালিকাভুক্ত ও আপডেট করার জন্য দায়ী থাকেন। এই স্কিমের অধীনে সুবিধা পেতে,যেকোনও গর্ভবতী মহিলাকে তার গ্রাম পঞ্চায়েতের আশা কর্মীর সঙ্গে দেখা করতে হবে। আশা কর্মীর অনুপস্থিতিতে গ্রামের প্রধানের সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে।