Price Hike: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হ্রাসের মধ্যেই ভারতীয় তেল বিপণন সংস্থাগুলি আজ পেট্রল-ডিজেলের সর্বশেষ দাম প্রকাশ করেছে। তবে শনিবার (৩ ডিসেম্বর) ভারতীয় তেল কোম্পানিগুলো পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল রেখেছে। জেনে নিন, দেশের বড় শহরগুলিতে কত হল জ্বালানির দাম।


আজ দেশে টানা ১৯৫তম দিন পেট্রল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। ফলে মূদ্রাস্ফীতি মোকাবিলায় সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তি এসেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। WTI ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭৮ ডলারে নেমে এসেছে। পাশাপাশি ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৮৫ ডলারে নেমে এসেছে।


আজকের পেট্রল-ডিজেলের দাম কত ?


দিল্লি: পেট্রোল 96.72 টাকা ও ডিজেল প্রতি লিটার 89.62 টাকা।


মুম্বই: পেট্রোল 106.31 টাকা ও ডিজেল প্রতি লিটার 94.27 টাকা।


কলকাতা: পেট্রোল 106.03 টাকা  ও ডিজেল প্রতি লিটার 92.76 টাকা।


চেন্নাই: পেট্রোল 102.63 টাকা ও ডিজেল প্রতি লিটার 94.24 টাকা।


হায়দ্রাবাদ: পেট্রোল 109.66 টাকা ও ডিজেল প্রতি লিটার 97.82 টাকা।


ব্যাঙ্গালোর: পেট্রোল 101.94 টাকা ও ডিজেল প্রতি লিটার 87.89 টাকা।


তিরুবনন্তপুরম: পেট্রোল 107.71 টাকা ও ডিজেল প্রতি লিটার 96.52 টাকা।


পোর্ট ব্লেয়ার: পেট্রোল 84.10 টাকা ও ডিজেল প্রতি লিটার 79.74 টাকা।


ভুবনেশ্বর: পেট্রোল 103.19 টাকা ও ডিজেল প্রতি লিটার 94.76 টাকা।


চণ্ডীগড়: পেট্রোল 96.20 টাকা ও ডিজেল প্রতি লিটার 84.26 টাকা।


লখনউ: পেট্রোল 96.57 টাকা ও ডিজেল প্রতি লিটার 89.76 টাকা।


নয়ডা: পেট্রোল 96.57 টাকা ও ডিজেল প্রতি লিটার 89.96 টাকা।


জয়পুর: পেট্রোল 108.48 টাকা ও ডিজেল প্রতি লিটার 93.72 টাকা।


পাটনা: পেট্রোল 107.24 টাকা ও ডিজেল 94.04 টাকা প্রতি লিটার


গুরুগ্রাম: 97.18 টাকা ও ডিজেল প্রতি লিটার 90.05 টাকা।


Petrol Diesel Price Today: আপনার শহরের পেট্রল-ডিজেলের দাম দেখুন এইভাবে
আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান। অন্যদিকে, HPCL গ্রাহকরাHPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম সম্পর্কে জানতে পারবেন।


Petrol Diesel Price Today: সম্প্রতি কেন্দ্রীয় সরকার পেট্রল ও ডিজেলের এক্সাইজ ডিউটি কমানোর পরেই রাজ্যে কমে আসে জ্বালানির দাম। যদিও এখনও ১০০ টাকার উপরেই রয়েছে পেট্রোল-ডিজেলের দাম।  তবে আগেই এত বেশি পরিমাণে জ্বালানির দাম চড়ে রয়েছে, তাই নতুন করে মূল্য কমলেও মধ্যবিত্তের পকেটে টান আগের মতই পড়ছে। অপরদিকে, গ্যাসের দামেও গত কয়েকদিনে আগুন লেগেছে। স্বাভাবিকভাবেই একদিকে যেমন পেট্রোল-ডিজেলের জন্য পরোক্ষভাবে সবজি থেকে মাছ বাজারের উপর প্রভাব ফেলেছে। যাওবা কেনা সম্ভব হচ্ছে, তাও আবার হিমশিম খেতে হচ্ছে এলপিজির দাম বাড়তেই।  সুতরাং নতুন করে দাম কমার অপেক্ষায় শহরবাসী তথা সারা দেশ।


আরও পড়ুন : Good Salary Jobs: কোটি টাকার বেতন,সঙ্গে অনেক সুযোগ-সুবিধে,এই কাজগুলিতে পাবেন খ্যাতি