কলকাতা : জন্মাষ্টমী উৎসব (Janmashtami 2021) প্রতি বছর খুব ধুমধাম করে পালিত হয় মহারাষ্ট্রে। মুম্বই সহ সারা দেশে জন্মাষ্টমীর সঙ্গে ওতপ্রত ভাবে যুক্ত দহি-হান্ডি উত্সব। কিন্তু ২০২০ থেকে পাল্টে গেছে চিত্র। উত্সবে না আছে রং, না আছে আড়ম্বর। অতিমারীর আতঙ্ক কেড়ে নিয়েছে সব আনন্দ। ২০২১ এ দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ চেহারা দেখেছে মহারাষ্ট্র (Maharshtra)। তাই এই বছরও দহি হান্ডি উতসব পালন নিয়ে সংশয় রয়েই যাচ্ছে।
যদিও, শহরের সব দহি-হান্ডি কমিটিগুলি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) কাছে এই অনুষ্ঠান পালনের অনুমতি চেয়েছে। তবে এবার কি কোভিড বিধি মেনে হবে উত্সব ? সিদ্ধান্ত নেবেন উদ্ধব ঠাকরেই। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ঠাকরে সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুম্বইয়ের দহি হান্ডি মণ্ডলদের সঙ্গে বৈঠক করবেন। সম্প্রতি, দহি-হান্ডি কমিটি করোনা নির্দেশিকা অনুসরণ করেই ছোট আকারের উদযাপনের অনুমতি চায়। আজকের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এরই মধ্যে অক্টোবর মাসে দেশে করোনাগ্রাফ ঊর্ধ্বগামী হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে NIDM। দেশে করোনায় ফের ৩০ হাজারের নীচে নেমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। সংক্রমণের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যু। তবে এর পাশাপাশি রয়েছে আশঙ্কার বার্তাও। দেশে আসতে চলেছে কোভিডের তৃতীয় ঢেউ। অক্টোবরেই তুঙ্গে পৌঁছবে সংক্রমণ। প্রধানমন্ত্রীর দফতরকে দেওয়া সাম্প্রতিক রিপোর্টে জানাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট NIDM। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৭২ জন ভারতে করোনায় (covid19) আক্রান্ত হয়েছেন। যা গত পাঁচমাসে সর্বনিম্ন। একদিনে মৃত্যুর সংখ্যা ৩৮৯। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৪ হাজার ৭৫৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৪ লক্ষ ৪৯ হাজার ৩০৬ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৩৩ হাজার ৯২৪। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার ৬২৬ জন। গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ১৫৭ জন সুস্থ হয়েছেন।