নয়াদিল্লি: মৃত্যুদিবসে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে (Jawaharlal Nehru Death Anniversary) শ্রদ্ধার্ঘ। শ্রদ্ধার্ঘ অর্পণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। শ্রদ্ধা নিবেদন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গাঁধীর (Sonia Gandhi)। শুক্রবার ৫৮তম মৃত্যুবার্ষিকী নেহরুর। সেই উপলক্ষে দিল্লির শান্তিবন স্মৃতিসৌধে জমায়েত করেন কংগ্রেস (Congress) নেতা-কর্মীরা।
নেহরুকে শ্রদ্ধার্ঘ মোদির
১৯৬৪ সালের ২৭ মে প্রয়াত হন নেহরু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁর শেষযাত্রায় কমপক্ষে ১৫ লক্ষ মানুষ শামিল হয়েছিলেন। এ দিন টুইটারে তাঁকে শ্রদ্ধা জানান মোদি। তিনি লেখেন, 'মৃত্যুবার্ষিকীতে পণ্ডিত জওহরলাল নেহরুজিকে শ্রদ্ধার্ঘ'। কংগ্রেসের টুইটার হ্যান্ডল থেকেও নেহরুকে শ্রদ্ধা জানানো হয়। লেখা হয়, 'বীর স্বাধীনতা সংগ্রামী, আধুনিক ভারতের স্রষ্টা, দেশনায়ক, দেশপ্রেমী, পণ্ডিত জওহরলাল নেহরু ভারত মাতার সন্তান ছিলেন। তাঁকে কোটি কোটি সেলাম। মৃত্যুবার্ষিকীতে দেশের প্রথম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধার্ঘ'।
আরও পড়ুন: Geetanjali Shree: আন্তর্জাতিক বুকার জিতলেন গীতাঞ্জলি, সাড়া ফেললেন হিন্দি উপন্যাসেই
এ দিন শান্তিবনে কংগ্রেস নেতা-কর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন সনিয়াও। সেখানে পুষ্প নিবেদন করে নেহরুকে শ্রদ্ধা জানান তিনি। গাঁধী পরিবারের সদস্য তথা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী টুইটারে লেখেন, 'ওঁর মৃত্যুর পর ৫৮ বছর কেটে গিয়েছে। পণ্ডিত জওহরলাল নেহরুর আদর্শ, রাজনীতি, এবং দূরদর্শিতা আজকের দিনেও সবচেয়ে বেশি প্রযোজ্য। ভারতের অমর সন্তানের মূল্যবোধ আমাদের প্রতিটি পদক্ষেপকে পথ দেখাক, জাগ্রত করুক বিবেকবোধ'।
নেহরু স্মরণে রাহুল
ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নেহরুর। সেই সময় ইংরেজ শাসকদের বিরুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করা নেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। তার জন্য কারাবাসও হয়। স্বাধীনতার পর ১৯৪৭ থেকে ১৯৬৪ সাল, মৃত্যুর আগে পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। আধুনিক ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন তাঁর হাতেই।