বিলাসপুর: নির্বাচনী প্রচারে করোনা টিকার দোহাই! বিজেপি-র সর্বভারতীয় সভাপতি  জেপি নড্ডার ভাষণ এমনই বিতর্কের উদ্রেক করল। হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের প্রচারে রাজ্যবাসীকে নাড্ডা করোনা টিকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। হিন্দিতে রাজ্যবাসীকে যে বার্তা দিয়েছেন নাড্ডা, বাংলায় তার তর্জমা করলে দাঁড়ায়, করোনা কালে দু’-দু’টি টিকা তৈরি করে সকলকে রক্ষা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই বিজেপি-কে বাঁচানোর দায়িত্বও নিতে হবে রাজ্যের মানুষকেই।


হিমাচল প্রদেশের বিলাসপুরে বিজেপি-র হয়ে প্রচারে গিয়েছিলেন নাড্ডা। সেখানে তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ন'মাসের মধ্যে দেশের মাটিতে দু'-দু'টি টিকা তৈরি করেন। আপনাদের সকলকে দু'টি করে টিকা, বুস্টার ডোজ দিয়ে রক্ষা করেছেন। আপনাদের মুখ থেকে মাস্ক সরিয়ে দিয়েছেন।  যিনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন, তাঁকে রক্ষা করার কর্তব্যও আমাদের। নির্বাচন তো উপলক্ষ্য মাত্র, পদ্মকে টিকিয়ে রাখতে হবে। যে দল আপনাদের বাঁচিয়েছে, এখন সেই দলকে বাঁচানোর সময়।"



নাড্ডার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তাঁর কথায়, "দু'টি করে টিকা বিজেপি-র লোকদের দিলেই বেঁচে যাবে! বিজেপি-কে বাঁচানোর এই যে কাতর আর্জি জানাচ্ছেন, দল যখন হিমাচলে শ্মশানঘাটে পৌঁছে গিয়েছে, কাতর আবেদনে দেশ বাঁচানোর কথা বলছেন। তাহলে বিজেপি-কেই দু'টি টিকা দিয়ে দিন না! বেঁচে উঠবে!"


এ নিয়ে নাড্ডাকে কটাক্ষ করেছেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র শমা মহমম্দও। তাঁর কথায়, 'মোদি টিকা তৈরি করেননি। আমাদের বিজ্ঞানীরা করেছেন। চারিদিকে যখন মৃত্যুমিছিল, আত্মপ্রচারের জন্য উনি তখন বিদেশে টিকা পাঠাচ্ছিলেন। গোটা বিশ্বে ভারতেই করোনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি '।


উল্লেখ্য, আগামী ১২ নভেম্বর হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। ভোটগণনা ৮ ডিসেম্বর। বিগত কয়েক দশক ধরে সেখানে পালা করে ক্ষমতায় থেকেছে বিজেপি এবং কংগ্রেস। তবে এ বারে তাদের কড়া টক্কর দিতে হাজির আম আদমি পার্টিও। তবে হিমাচলের থেকে গুজরাত বিধানসভা নির্বাচনকে ঘিরেই বেশি উৎসাহ। তাতে হিমাচলে প্রচারে খামতি থেকে যাচ্ছে বলে বিজেপি-র অন্দরেই শোনা যাচ্ছে। সেই আবহেই প্রচারে গিয়ে এমন মন্তব্য করলেন জেপি নাড্ডা।