আবীর দত্ত, অসম: শুভ শক্তির হাতে অশুভ শক্তির পরাজয়৷ এবারও কালীপুজো (Kali Puja) ঘিরে সেজে উঠেছে ৫১ সতীপীঠের অন্যতম অসমের (Assam) কামাখ্যা (Kamakhya Temple)। মা এখানে দশমহাবিদ্যা রূপে পূজিত হন। করোনা আবহে স্বাস্থ্যবিধিতে কড়াকড়ি। ডবল ভ্যাকসিনের (Vaccine) সার্টিফিকেট না থাকলে মন্দিরের গর্ভগৃহে প্রবেশে মিলবে না অনুমতি। কালীপুজো উপলক্ষে সকাল থেকে শুরু হয়েছে নিত্যপুজো। সন্ধেয় বিশেষ আরতি। মন্দির চত্বরে ভক্তদের ভিড়। এ রাজ্য থেকেও অনেক ভক্ত পৌঁছে গিয়েছেন কামাখ্যায়।


প্রদীপের আলোয় মন্দিরের অপরূপ সৌন্দর্য, সঙ্গে চলছে শ্রুতিমধুর ভজন-কীর্তন। প্রতি বছরের মত এবারও কালীপুজো ঘিরে সেজে উঠেছে ৫১ সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা। ১৬৬৫ সালে কোচবিহারের মহারাজা নরনারায়ণ নীলাচল পাহাড়ের কোলে এই মন্দির নির্মাণ করেছিলেন। মা এখানে দশমহাবিদ্যা রূপে পূজিত হন। রয়েছে বলিপ্রথাও। কথিত আছে, বশিষ্ঠ মুনি এক সময় এই কামাখ্যাতে যজ্ঞ করেছিলেন।


শারদোত্সবের পর ফের উত্সবের আমেজ। মঙ্গলারতি দিয়ে শ্যামার আরাধনা শুরু হয়েছে বিভিন্ন মন্দিরে। আলোর উৎসবে ভাসছে গোটা দেশ। এদিন সকাল থেকেই কামাখ্যায় শুরু হয়েছে নিত্যপুজো। তারপর একে একে হবে মাননি পুজো, মহা লক্ষ্মীপুজো, কুবের পুজো। তবে করোনা (Corona) আবহে জারি হয়েছে বেশকিছু নিয়ম।  যেমন ডবল ভ্যাকসিনের সার্টিফিকেট (Vaccine Certificate) না থাকলে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হবে না। এরজন্য বিশেষ অনুমতি পত্র বানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।


শুধু কামাখ্যায় নয় সরযূ-তীরেও আলোর মালা। অযোধ্যায় রাজকীয় দীপোত্সবের আয়োজন যোগী সরকারের। জ্বালানো হল ১২ লক্ষ প্রদীপ। সবথেকে বেশি প্রদীপ জ্বালিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলল অযোধ্যা। এর মধ্যে সরযূ-ঘাটে ৯ লক্ষ ও অযোধ্যার মন্দিরগুলিতে জ্বালানো হল বাকি ৩ লক্ষ প্রদীপ। ১৫টি বিশ্ববিদ্যালয়, ৫টি কলেজের পড়ুয়া, ৪৫টি স্বনিযুক্তি গোষ্ঠী থেকে ১২ হাজার স্বেচ্ছাসেবক দীপোত্সবে অংশ দেন। দীপোত্সব উপলক্ষে লেজার শোয়েরও আয়োজন করা হয়। সরযূর তীরে আলো-শব্দের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় রামায়ণের কাহিনি। দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। 


আরও পড়ুন: Kali Puja 2021: দীপান্বিতা অমাবস্যা উপলক্ষ্যে বিশেষ পুজো, তন্ত্রমতে মাতৃ আরাধনার আয়োজন তারাপীঠে