মুম্বই: শিবসেনা-কঙ্গনা রানাউত সংঘাতে এবার মুখ খুললেন অভিনেত্রীর মা আশা রানাউত। সরাসরি নিশানা করলেন মহারাষ্ট্রের জোট সরকারকে। মুম্বইয়ে কঙ্গনা রানাউতের অফিস মণিকর্ণিকা ফিল্মসের একাংশ ভেঙে দেয় বৃহন্মুম্বই কর্পোরেশন। এই ঘটনার নিন্দা করেছেন আশা রানাউত। সংবাদসংস্থাকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানান, “মহারাষ্ট্র সরকার যা করেছে, তা নিন্দনীয়। আমি এই ঘটনার চরমতম নিন্দা করছি। আমি খুশি, গোটা দেশ আমার মেয়ের পাশে দাঁড়িয়েছে এবং ওকে আশীর্বাদ করছে। আমার মেয়ে সবসময় সত্যের পাশে দাঁড়িয়েছে এবং আগামীতেও তাই করবে। আমি ওর জন্য গর্বিত।”
একই সঙ্গে কঙ্গনা রানাউতকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি। আশা রানাউত বলেন, “আমি অমিত শাহকে ধন্যবাদ জানাই। তিনি যদি ওকে নিরাপত্তা না দিতেন, জানি না এরপর ওর সঙ্গে কী ঘটত।” তাঁর আরও বক্তব্য, “আমরা আদি কংগ্রেসি, এটা জানার পরও স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়েছেন, ওঁনার প্রতি আমরা কৃতজ্ঞ।”
এরপরই হিমাচলের রানাউত পরিবারের বিজেপিতে যোগদান নিয়ে শুরু হয় জোর জল্পনা। সেই জল্পনাকে উস্কে হিমাচল প্রদেশের রাজ্য সভাপতি সুরেশ কুমার কাশ্যপ জানিয়েছেন, “এখনও সরকারিভাবে আশা রানাউতের বিজেপি-তে যোগদানের কোনও খবর আমার কাছে নেই। তবে তিনি দলে যোগ দিতে চাইলে তাঁকে স্বাগত।”
প্রসঙ্গত, গত বুধবার ‘বেআইনি’ নির্মাণের অভিযোগে মুম্বইয়ে কঙ্গনার অফিসের একাংশ বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেয় বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। যার তীব্র প্রতিবাদ জানিয়ে একাধিক ট্যুইট করেন কঙ্গনা। কখনও বিএমসি কর্মীদের বাবার সেনার সঙ্গে তুলনা, কখনও মণিকর্ণিকা ফিল্মসকে রাম মন্দিরের সঙ্গে তুলনা আবার কখনও মহারাষ্ট্র সরকারকে সরাসরি পাকিস্তানের সঙ্গে তুলনা করে তোপ দাগেন তিনি। এমনকি ভিডিও বার্তায় উদ্ধব ঠাকরেকে কার্যত হুঁশিয়ারি দিয়েই তিনি বলেন, “আজ আমার ঘর ভেঙেছে, কাল তোর অহংকার ভাঙবে।”
ওয়াকিবহাল মহলের অনেকেই অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে কঙ্গনার অফিস ভাঙার ঘটনাকে শিবসেনার ‘ক্ষমতার আস্ফালন’ এবং 'বদলা’ বলেও কটাক্ষ করেন। যার পাল্টা জবাবে শিবসেনার তরফে জানিয়ে দেওয়া হয়, বদলা নয় বেআইনি নির্মাণের অভিযোগের ভিত্তিতেই বিএমসি এই পদক্ষেপ নিয়েছে। উল্লেখ্য, বিএমসি-র নোটিস পাওয়ার পরই কঙ্গনা আদালতের দ্বারস্থ হন এবং বম্বে হাইকোর্ট অভিনেত্রীর করা মামলায় তাঁর পক্ষে রায় দিয়ে অফিস ভাঙায় স্থগিতাদেশ জারি করে।