‘হিমাচল কন্যা’ কঙ্গনার প্রতি অন্যায়-অবিচার সহ্য করব না, বললেন মুখ্যমন্ত্রী জয়রাম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Sep 2020 01:25 PM (IST)
হিমাচল মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, ‘গোটা হিমাচল প্রদেশের মানুষ কঙ্গনাকে ভালোবাসে। কিন্তু তাঁর প্রতি যে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও গভীর উদ্বেগের। আমরা ওর নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভাবছি।‘
সিমলা: রাজ্যের মেয়ে কঙ্গনা রানাওয়াতের বিপদের দিনে পাশে দাঁড়ালেন হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। তিনি জানিয়েছেন, হিমাচলের কন্যার প্রতি অসম্মানজনক আচরণ কোনওমতেই মেনে নেওয়া হবে না। মুম্বইয়ের বান্দ্রায় কঙ্গনার বাড়ি বৃহন্মুম্বই কর্পোরেশন (বিএমসি)বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া প্রসঙ্গেই তাঁর এই মন্তব্য। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হিমাচলের কন্যার প্রতি অন্যায়, অবিচার, অসম্মান কোনও অবস্থায় সহ্য করা হবে না। যে প্রতিশোধমূলক আচরণ মহারাষ্ট্র সরকার দেখিয়েছে, তা একদিকে নিন্দনীয়, অন্যদিকে গভীর চিন্তার। আমাদের দেশের সরকার এবং মানুষ হিমাচলের কন্যার পাশে দাঁড়াক, সেটাই চাই।‘ হিমাচল মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, ‘গোটা হিমাচল প্রদেশের মানুষ কঙ্গনাকে ভালোবাসে। কিন্তু তাঁর প্রতি যে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও গভীর উদ্বেগের। আমরা ওর নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভাবছি।‘ যে ঘটনা কঙ্গনার সঙ্গে ঘটেছে, তাতে দেশের মৌলিক অধিকার- মত প্রকাশের স্বাধীনতা ক্ষুন্ন হয়েছে বলেও মনে করছেন জয়রাম। প্রসঙ্গত, গত বুধবার মুম্বইয়ের বান্দ্রায় কঙ্গনার অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় বিএমসি। বাড়িটি বেআইনি নির্মাণ, এই যুক্তি দেখিয়ে ভাঙা হলেও নানা মহলের দাবি, আসল কারণ সম্পূর্ণ অন্য। মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে কঙ্গনা শিবসেনা নেতাদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন,তাঁকে তারই খেসারত দিতে হল বলে মনে করা হচ্ছে।