লাদাখ:  আজ কার্গিল যুদ্ধজয়ের ২২ বছর পূর্তি। ১৯৯৯ সালে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে তৎকালীন কাশ্মীরের কার্গিল জেলায় ঢুকে পড়ে পাক সেনা। 


পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতের সীমান্তে ঢুকে পড়েছিল। তাদেরকে পিছু হঠাতে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে শুরু করা হয় 'অপারেশন বিজয়'। 


২ মাস ধরেছিল চলেছিল ভারত-পাক যুদ্ধ। ভারতীয় সেনাদের মরণপণ লড়াইয়ের মুখে শেষপর্যন্ত ১৯৯৯ সালের ২৬ জুলাই পিছু হঠতে বাধ্য হয় পাক সেনা। অপারেশন বিজয়ের মতোই ভারতীয় বায়ু সেনাবাহিনীর অপারেশনের নাম ছিল 'অপারেশন সফেদ সাগর'।


প্রতিবছর এই দিনটিকে কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয়। রক্তক্ষয়ী যুদ্ধে ৫২৭ জন বীর ভারতীয় সেনা শহিদ হন। ১৩০০-র বেশি জওয়ান আহত হয়েছিলেন। ১৪-১৮ হাজার ফুট উচ্চতায় চলেছিল ভারতীয় সেনাবাহিনীর দেশরক্ষার লড়াই। 


ভারতীয় জওয়ানদের শুধু পাকিস্তানি সেনা জওয়ানদের বিরুদ্ধেই যুদ্ধ ছিল না। তাঁদের লড়াই করতে হচ্ছিল প্রবল ঠান্ডার বিরুদ্ধেও। যে সময়ে কার্গিল যুদ্ধ হচ্ছিল, তখন, বেশ কিছু অঞ্চলের তাপমাত্রা ছিল মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস বা কোনও কোনও ক্ষেত্রে আরও কম। 


২৬ জুলাই ১৯৯৯। আজকের দিন পাকিস্তানি সেনাদের পিছু হঠতে বাধ্য করে ভারতীয় সেনারা। কার্গিলের ওই যুদ্ধে জয় হয় ভারতের। কার্গিলে ভারতীয় তেরঙা উত্তোলন করে ভারতীয় সেনা। 


আজ কার্গিল যুদ্ধজয়ের ২২ বছর উদযাপন করা হচ্ছে। দিল্লিতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে গিয়ে শ্রদ্ধা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছিলেন সেনাবাহিনীর তিন প্রধানও।
 
অতিমারী কালে উদযাপনের মাত্রা অনেকটা স্থিমিত থাকলেও, এদিন যুদ্ধজয়ের কথা মাথায় রেখে টোলোলিং, টাইগার হিলের লড়াইকে স্মরণ করতে লাদাখের দ্রাস এলাকায় কার্গিল ওয়ার মেমোরিয়ালে ৫৫৯টি প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। 


এক নজরে কার্গিল দিবসের বিশেষ কিছু উক্তি ও বার্তা-- 



  • মনের মধ্যে স্বাধীনতা। কথায় বিশ্বাস। আমাদের হৃদয়ে গর্ব। আমাদের আত্মার স্মৃতি। জয় ভারত। জয় কার্গিল দিবস। 

  • সকলকে কার্গিল বিজয় দিবসের শুভেচ্ছা। আসুন সেই সকল বীর সেনাদের আত্মত্যাগের কথা স্মরণ করি যাঁরা আমাদের মহান দেশকে সুরক্ষিত করার চূড়ান্ত বলিদান দিয়েছেন। জয় ভারত। 

  • আসল হিরোদের জার্সির পেছনে নাম থাকেনা। তাঁরা দেশের পতাকা পরে থাকেন। ভারতের আসল হিরোদের ধন্যবাদ। 

  • এক মা,বোন, বাবা, ভাই, বন্ধু তাঁদের কাছের মানুষকে হারিয়েছেন। আমরা তাঁদের ফেরত পাবো না। কিন্তু, আমরা অবশ্যই তাঁদের জন্য থাকতে পারি, যাঁরা আমাদের জন্য প্রাণের বলিদান দিয়েছেন। তাঁদের নামে একটা মোমবাতি জ্বালিয়ে আমরা তাঁদের উপস্থিতির জানান দিতে পারি। শুভ কার্গিল বিজয় দিবস ২০২১।

  • আসুন সেই সকল বীর যোদ্ধাদের স্যালুট করি, যাঁরা দিনরাত আমাদের রক্ষা করে এসেছে। আসুন তাঁদের লড়াইকে স্মরণ করি। 

  • কার্গিল বিজয় দিবসে জাতীর নায়কদের কুর্নিশ। জয় হিন্দ। বন্দেমাতরম। 

  • হাওয়া বইছে বলে আমাদের পতাকা ওড়ে না। এটা ওড়ে আমাদের প্রত্যেক সেনার শেষ নিঃশ্বাসে, যাঁরা তা রক্ষা করতে গিয়ে চরম বলিদান দিয়েছেন। কার্গিল বিজয় দিবস।