নয়াদিল্লি: ক্রমশই সংক্রমণ কমে স্বাভাবিক হচ্ছে করোনা পরিস্থিতি। তাই এবার এই পরিস্থিতিতে ১০০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলাচলের সিদ্ধান্ত নিল দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ।
তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ২৬ জুলাই থেকেই ১০০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলবে। তবে, মেট্রো যাত্রীদের জন্য রয়েছে বেশ কিছু নতুন নিয়মও।
এদিন দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, আজ থেকে ১০০ শতাংশ যাত্রী নিয়েই মেট্রো চলবে। তবে, সমস্ত যাত্রীকে সিটে বসে যেতে হবে। কোনও যাত্রী দাঁড়িয়ে যেতে পারবেন না। অর্থাৎ, একটি কোচে যতগুলি সিট রয়েছে, শুধুমাত্র তত সংখ্যক যাত্রীই মেট্রোতে চড়তে পারবেন।
এই প্রসঙ্গে দিল্লি মেট্রোর এক্সিকিউটিভ ডিরেক্টর অনুজ দয়াল বলেন যে, 'করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশ বিপর্যস্ত। ক্রমশই সংক্রমণ কমে তা স্বাভাবিক হওয়ার পথে রয়েছে।
যেহেতু দিল্লিতে সংক্রমণের হার অনেকটাই কমেছে, তাই এই পরিস্থিতিতে সরকারের নির্দেশ অনুযায়ী, ১০০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলাচল করবে।
তবে, কোনও যাত্রী দাঁড়িয়ে যেতে পারবেন না। একটি কোচে সাধারণত ৫০ জন যাত্রীর বসার ব্যবস্থা থাকে। তাই সমস্ত সিটেই যাত্রীরা বসে যেতে পারবেন। কিন্তু কেউ মেট্রোতে দাঁড়াতে পারবেন না।'
পাশাপাশি তিনি জানান যে, সংক্রমণের হার পরবর্তীকালে কেমন থাকছে, কিংবা পরবর্তীতে করোনা পরিস্থিতি খতিয়ে দেখে তবে প্রয়োজন মতো পরবর্তী সিদ্ধান্ত নেবে দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশন।
তিনি আরও বলেন, 'যেমন মেট্রোতে যাত্রীদের দাঁড়িয়ে যাওয়া একেবারে নিষেধ, তেমনই মেট্রো স্টেশনে ঢোকা বা বেরনোর জন্য গেটেও যাবতীয় সুরক্ষা বিধি মেনে চলতে হবে।'
এরই সঙ্গে তিনি মনে করিয়ে দিতে ভোলেননি যে, দিল্লিতে ইতিমধ্যেই সংক্রমণের হার কমেছে। ফলে এই সময়ে মানুষকে আরও সচেতন হতে হবে। মাস্ক, স্যানিটাইজার বা নিরাপদ দূরত্ব বজায় রাখাও প্রত্যেকের কর্তব্য। তবেই ফের স্বাভাবিক জনজীবনে ফিরে আসা সম্ভব।
প্রসঙ্গত, করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই এর আগে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলছিল দিল্লি মেট্রো। ফলে অনেক যাত্রীই মেট্রোয় উঠতে পারছিলেন না।
করোনা পরিস্থিতি আরও খানিকটা স্বাভাবিক হওয়ায় যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই ১০০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলাচলের সিদ্ধান্ত দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষের।