জয়পুর : বিয়ের রাত অতিক্রান্ত। এবার ফোর্ট ছেড়ে বেরিয়ে গেলেন নবদম্পতি। কিছুক্ষণ আগেই ঝাঁ চকচকে কালো গাড়িতে উঠলেন ভিকি - ক্যাট। সোয়াই মাধোপুরের এয়ার স্ট্রিপে তাঁদের জন্য অপেক্ষারত হেলিকপ্টার। যাতে চড়ে তাঁরা আসবেন জয়পুরে। এখানেই নবদম্পতির জন্য অপেক্ষমান চার্টার ফ্লাইট। 


শোনা যাচ্ছে, মলদ্বীপেই মধুচন্দ্রিমা সারতে চলেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। পাশাপাশি এমনটাও শোনা যাচ্ছে, কাজের চাপের কারণে এই মুহূর্ত নয়, কয়েকদিন পর মধুচন্দ্রিমায় যেতে চলেছেন তাঁরা। যদিও কোনও তথ্যই দুই অভিনেতার পক্ষ থেকে অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। 





 









মেহেন্দি, সঙ্গীত, গায়ে হলুদ সব মিলিয়ে রাজকীয় আয়োজন হয় দুই তারকার জমজমাট বিয়েতে। বলিউড ডিভা ক্যাটরিনাকে মেহেন্দি পরাতে এসেছিলেন তারকা মেহেন্দি শিল্পী বীণা নাগড়া। প্রস্তুত ছিল জৈব মেহেন্দিও। সঙ্গীতে পারফর্ম করার কথা ছিল বলিউডের (Bollywood) তাবড় তারকাদের। আর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের জন্য ছিল বেশ কিছু শর্ত। যেমন তাঁরা মোবাইল ফোন সঙ্গে নিয়ে আসতে পারবেন না, কোনও ছবি তুলতে পারবেন না এমনকী লোকেশনও শেয়ার করতে পারবেন না। পাশাপাশি অতিথিদের জন্য ছিল বিশেষ গোপন কোডের ব্যবস্থাও। যার মাধ্যমেই অতিথিরা প্রবেশ করতে পারেন। সমস্ত তথ্যই প্রকাশ ঘনিষ্ঠ সূত্রে।

আরও পড়ুন : 

বিয়ের ছবি পোস্ট হতেই ভাইরাল, ভিকি-ক্যাটকে শুভেচ্ছা বি-টাউনের










তারপরই ভিকি ও ক্যাটরিনা তাঁদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ্য আনেন মালা বদলের মুহূর্ত। গোধূলি আলোয় চোখ চোখ, হাতে হাত রাখার ছবি। সেই সঙ্গে সকলের জন্য লেখেন,  'যা কিছু আমাদের এই মুহূর্ত পর্যন্ত নিয়ে এসেছে সেইসবের জন্য কেবল ভালবাসা ও কৃতজ্ঞতা রয়েছে আমাদের মনে। আমাদের একসঙ্গে চলার এই নতুন পথে আপনাদের সকলের ভালবাসা ও আশীর্বাদ চাইছি।'