কলকাতা : ভারতে বর্তমানে একমাত্র বামশাসিত রাজ্য হল কেরল। করোনার মধ্যে যে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট হয়েছে, তার অন্যতম দক্ষিণ ভারতের এই রাজ্য। ১৪০ বিধানসভা আসনবিশিষ্ট কেরলে ম্যাজিক ফিগার ৭১। প্রতি ৫ বছর অন্তর একবার বাম, একবার কংগ্রেস ক্ষমতা আসে এই রাজ্যে। কিন্তু এবার কী হবে?
সি ভোটারের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত, এবার ইতিহাস রচিত হতে চলেছে কেরলে। দ্বিতীয়বারের জন্য কেরলে ক্ষমতা ধরে রাখতে পারে সিপিএম নেতৃত্বাধীন বাম জোট LDF। পাশাপাশি এবারও দাগ কাটতে ব্যর্থ হতে পারে বিজেপি।
সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী,
১৪০ আসনের কেরলে সিপিএম নেতৃত্বাধীন LDF ৭১ থেকে ৭৭টি আসনে জয়ী হতে পারে।
কংগ্রেস নেতৃত্বাধীন UDF-এর দখলে যেতে পারে ৬২ থেকে ৬৮টি আসন।
তেড়েফুঁড়ে নামলেও, বিজেপির ঝুলিতে সর্বোচ্চ ২টি আসন যেতে পারে।
কে কত শতাংশ ভোট পেতে পারে কেরলে? সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত,
মোট ভোটের প্রায় ৪৩ (৪২.৮) শতাংশ পেতে পারে LDF।
UDF পেতে পারে ৪১ (৪১.৪) শতাংশের বেশি ভোট।
NDA-এর ঝুলিতে প্রায় ১৪ শতাংশ (১৩.৭) ভোট যেতে পারে।
অন্যান্যরা পেতে পারে ২.২ শতাংশ ভোট।
২০১৮ সালে ভয়াবহ বন্যার মুখোমুখি হয় কেরল। প্রচুর প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরেও ঘুরে দাঁড়ায় রাজ্য। এরপর গত বছর করোনার সংক্রমণ শুরু হওয়ার পর ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী মেলে কেরলেই। ক্রমশ খারাপ হতে শুরু করে কেরলের পরিস্থিতি। তারপর এখন সেই রাজ্যে করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে।
পরপর দুটি বিপর্যয় সামলে দেওয়ার কারণেই ফের একবার কেরলের মানুষ আস্থা রাখতে পারেন বামশাসিত LDF-এর ওপরে?
গত ৬ এপ্রিল একদফার ভোটে EVM-এ সেই প্রশ্নেরই জবাব দিয়েছেন কেরলের বাসিন্দারা। যার ফল জানা যাবে ২ মে, রবিবার।
এদিকে, কেরলের পড়শি রাজ্য তামিলনাড়ুতে এবার পালাবদলের ইঙ্গিত। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, ক্ষমতায় আসতে চলেছে ডিএমকে ও কংগ্রেসের জোট।