পথনমথিত্তা (কেরল) : মাঙ্কিপক্সের মতো উপসর্গ (Monkeypox-like Symptoms) থাকা এক যুবকের মৃত্যুতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ। নির্দেশ দিলেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী (Kerala Health Minister) বীণা জর্জ। কেরলের থিসুর জেলার চাভাক্কড়ের বাসিন্দা মৃত ওই যুবক। 


বিদেশে পরীক্ষায় পজিটিভ-


বিদেশে পরীক্ষায় তাঁর পজিটিভ রেজাল্ট এসেছিল। খুবই ক্লান্ত বোধ করায় এবং এনসেফেলাইটিসের জন্য থিসুরে চিকিৎসার উদ্যোগ নেন তিনি। তাছাড়া মাঙ্কিপক্স মারণ-রোগ নয়, বলে মন্তব্য করেছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী। এদিকে ওই যুবকের চিকিৎসায় কেন দেরি হল সেই বিষয়ে তদন্ত করা হবে। যুবকের গতিবিধি ও সংস্পর্শে আসা ব্যক্তিদের নিয়ে একটা রুটম্যাপ তৈরি করা হয়েছে। সংস্পর্শে আসা ব্যক্তিদের আইসোলেশনে থাকতে বলা হয়েছে।


উল্লেখ্য, ভারতে এখনও পর্যন্ত মাঙ্কিপক্সের পাঁচটি কেস পাওয়া গেছে। এর মধ্যে তিনটি কেরলের। একটি দিল্লির এবং অপর একটি অন্ধ্রপ্রদেশের গুন্টুরের। এই পরিস্থিতিতে বিশ্বের বেশ কয়েকটি দেশে সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় সতর্কতা রয়েছে কেন্দ্রীয় সরকার।


আরও পড়ুন ; বিদেশ সফরের রেকর্ড নেই, সন্দেহভাজন মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ হিমাচলে


এদিকে বিদেশ-সফরের (foreign travel) কোনও রেকর্ড নেই, তাও দেহে মাঙ্কিপক্সের (monkey pox) উপসর্গের সন্দেহ করা হয় একজনকে। এমনই এক জনের হদিস মিলেছে হিমাচল প্রদেশে (himachal pradesh), জানায় সংবাদসংস্থা পিটিআই। তবে তাঁর সত্যিই মাঙ্কিপক্স সংক্রমণ হয়েছে কি না জানতে নমুনা গিয়েছে পুনের (Pune) ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি-তে। সেখান থেকে রিপোর্ট এলেই এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।


কী ঘটনা?
হিমাচলের 'বাদি' এলাকার বাসিন্দা ওই ব্যক্তির দেহে অন্তত ২১ দিন আগে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা যায়। এখন তিনি সুস্থও হয়ে উঠছেন। তবে সতর্কতার খাতিরে তাঁকে আইসোলেশনে রাখা হয়। লাগোয়া এলাকায় নতুন কোনও সংক্রমণের ঘটনা ঘটছে কিনা, সেটাও কড়া নজরে রেখেছে প্রশাসন। প্রসঙ্গত, তাৎপর্যপূর্ণ ভাবে দিল্লির ঘটনাতেও কোনও বিদেশ সফরের রেকর্ড ছিল না বলে জানায় প্রশাসন। কেরলের ৩ সংক্রমিতের ক্ষেত্রে অবশ্য বিষয়টি তা নয়।