Yamaha Upcoming Bike: ২০১৫ সালে ভারতের বুকে এসেছিল এই বাইক। দেশের বাজারে Yamaha YZF-R3 লঞ্চ হওয়ার পরে সুনাম অর্জন করেছিল এই টু-হুইলার। নতুন অবতারে এই বাইক আনতে চলেছে কোম্পানি। ইয়ামাহা এই বছর দীপাবলির সময় এই নতুন আপডেট মডেলটি লঞ্চ করতে পারে। কোম্পানি এই বাইকের BS6 সংস্করণ লঞ্চের প্রস্তুতি নিয়েছিল অনেক আগেই। কিন্তু মহামারীর কারণে এর লঞ্চের প্রস্তুতি আটকে যায়।


Yamaha YZF-R3: কী পরিবর্তন হবে বাইকে ?


এটি লক্ষণীয় যে এই বছর ইয়ামাহা অনেক আন্তর্জাতিক বাজারে YZF-R3 2022 ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। ভারতে বাইকটি বন্ধ করার পর থেকে নতুন রঙের বিকল্প সহ এতে অনেক পরিবর্তন করা হয়েছে। এই বাইকের ২০২২ ভ্যারিয়েন্টে নতুন ডিজাইনের সঙ্গে অনেক উন্নত বৈশিষ্ট্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।


Yamaha Upcoming Bike: এই কারণে বিক্রিও কম হয়েছে


ইয়ামাহার প্রিমিয়াম রেঞ্জের বাইকের মধ্যে রয়েছে YZF-R3 এর নাম। লঞ্চের পরে এই বাইকের দাম ছিল ৩.২৫ লক্ষ টাকা। বেশি দামের কারণে এই বাইকটি বিক্রির দিক থেকে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি। বর্তমানে এই বাইকের দাম ৩.৫১ লক্ষ টাকা। বাজারে এই বাইকটি KTM RC 390 ও TVS Apache RR310 এর মতো বাইকের সঙ্গে প্রতিযোগিতা করে।


Yamaha YZF-R3: এতে কী কী বৈশিষ্ট্য রয়েছে ?


Yamaha R3 একটি সম্পূর্ণ ডিজিটাল কনসোল পেয়েছে, যা জ্বালানি, সময়, রাইডিং মিটার, গড় মাইলেজ, গিয়ার পরিস্থিতির মতো অনেক বৈশিষ্ট্য অফার করে। এটি প্যানেল রেয়ার-সেট ফুটপেগ ও লো-সেট হ্যান্ডেলবার সহ একটি রাইডিং স্ট্যান্স পায়। অটো সাইটগুলোর রিপোর্ট বলছে, শীঘ্রই ভারতের বাজারে ক্রুজার ও নিও রেট্রো মডেল আনতে পারে কোম্পানি। সেই ক্ষেত্রে ২ লক্ষ টাকার বাজেট মডেল আনবে ইয়ামাহা। ভারতে ক্রুজার বাইকের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই পরিকল্পনা করছে কোম্পানি।


আরও পড়ুন : Maruti Grand Vitara: গ্র্যান্ড ভিটারার দাম ফাঁস, জেনে নিন, কোন মডেলের কী মূল্য