মলপ্পুরম: ফুটবল ম্যাচ শুরুও হয়নি তখনও। তার আগেই দর্শকাসন ভেঙে পড়ে বিপত্তি। ধাক্কাধাক্কি, পদপিষ্ট বহু। আহত ২০০-র বেশি মানুষ। তার জেরে উন্মাদনা মুহুর্তের মধ্যেই বিভীষিকার আকার ধারণ করল কেরলে (Kerala News)।


কেরলের মলপ্পুরমের পুঙ্গোড স্টেডিয়ামের (Poongod Stadium) ঘটনা। শনিবার রাতে সেখানে একটি ফুটবল ম্যাচের আয়োজন হয়েছিল। প্রচুর মানুষ খেলা দেখতে ভিড় করেছিলেন (Football Match)। তাঁদের বসার জন্য তৈরি করা হয়েছিল অস্থায়ী গ্যালারি। ম্যাচ শুরু হতে তখনও বাকি।


সেই সময়, রাত ৯টা নাগাদ আচমকাই ওই অস্থায়ী দর্শকাসন ভেঙে পড়ে হুড়মুড়িয়ে (Audience Gallery Collapses at Kerala Football Match)। তাতেই ফুটবল খেলা ঘিরে উন্মাদনা মুহূর্তের মধ্যেই বিভীষিকায় পরিণত হয়। অস্থায়ী দর্শকাসনের নীচে চাপা পড়েন বহু মানুষ। আতঙ্কে পরস্পরকে সাহায্য় করা দূর, বরং চাপা পড়ে যাওয়া মানুষের উপর দিয়েই ছুট লাগান বাকিরা। চিৎকার, চেঁচামেচিতে ঢেকে যায় স্টেডিয়াম এবং সংলগ্ন এলাকা।


ঘটনাস্থল থেকে সামনে আসা একটি ভিডিও ইতিমধ্যেই নোটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে শয়ে শয়ে বসে থাকা মানুষের উপর পিছন থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে অস্থায়ী দর্শকাশনের একাংশ। তারই সঙ্গে ভেঙে পড়ে বাতিস্তম্ভও। আচমকা এই ঘটনায় হুলস্থুল শুরু হয়ে যায়। মাঠের মধ্যে এদিক ওদিক ছুটতে শুরু করে দেন মানুষ জন।



আরও পড়ুন: Essential Items: ১০ থেকে ১৫ শতাংশ বাড়তে পারে দাম, নিত্যপণ্যের দাম বাড়ানোর ভাবনা একাধিক সংস্থার


কী হয়েছে বুঝে ওঠার পর ফুটবল ম্যাচ আয়োজনকারীরাই উ্দধারকাজে হাত লাগামন। ছুটে আসেন আশোপাশের মানুষও। খবর দেওয়া হয় পুলিশকে। গুরুতর আহত অবস্থায় সেখান থেকে কমপক্ষে ২০০ জনকে উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সকলকে।


উল্লেখ্য, কেরলে রাতের দিকে ফুটবল ম্যাচ আয়োজনের চল রয়েছে। দলে দলে মানুষ তা দেখতে স্টেডিয়া ভিড়ও করেন। কখনও কখনও দর্শকসংখ্যা হাজারও পার করে যায়। কিন্তু তা করতে গিয়ে এমন বিপত্তি ঘটবে, তা আঁচ করতে পারেননি এলাকার মানুষ।