নয়াদিল্লি: ভর সন্ধ্যায় ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল লাদাখ (Ladakh) এবং জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৩। শ্রীনগর (Srinagar), কার্গিল (Kargil) এবং লাদাখেই (Ladakh) মূলত কম্পন অনুভূত হয়েছে। গিলগিট বাল্টিস্তানেই (Gilgit Baltistan) ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর। তবে এ দিন রাত ১১টা পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।  


ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Centre for Seismology/NCS) জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ লাদাখ এবং জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। গিলগিট বাল্টিস্তানের আস্টোর এলাকায় ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল বলে জানিয়েছে এনসিএস।



আরও পড়ুন: Uttar Pradesh Election: বিরোধীদের অভিধানে শুধু পরিবারবাদ, মাফিয়াবাদ, বারাণসীতে বললেন মোদি


এ দিন শ্রীনগরে সন্ধ্যা ৭টা বেজে ৭ মিনিটে কম্পন অনূভূত হয়। সেখানে কম্পনের তীব্রতা ছিল ৪.৮। কার্গিলে কম্পনের তীব্রতা ছিল ৫.০। কোনও জায়গা থেকেই এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


এর আগে, ডিসেম্বর মাসের মাঝামাঝি রাজস্থানে ভূমিকম্প হয়। গত ১২ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ কেঁপে ওঠে বিকানের-সহ আশেপাশের জেলা। সে বার ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩। ২০ নভেম্বরও রাজস্থানের পালি, সিরোহি, জোধপুরে ভূমিকম্প হয়। তবে আগামী বছরে ভূমিকম্প আরও বাড়বে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।


নভেম্বর মাসের শেষে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভারত-মায়ানমার সীমান্ত। সে বার কম্পনের তীব্রতা ছিল ৫.১৫। অসম, ত্রিপুরা, বাংলাদেশ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় সে বার কম্পন অনুভূত হয়। দিন কয়েক আগে ভূমিকম্প হয় কর্নাটকেও।